আরব আমিরাত যেতে পারলেন না তামিম-রুবেল

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ এশিয়া কাপ খেলতে আরব আমিরাত যাওয়ার জন্য সব প্রস্তুতিই সম্পন্ন করে রেখেছিলেন ওপেনার তামিম ইকবাল এবং পেসার রুবেল হোসেন। কিন্তু বিমানে ওঠার আগ পর্যন্তও পাসপোর্ট হাতে পাননি তারা দু’জন। অগত্যা তামিম এবং রুবেলকে ছাড়াই আরব আমিরাতগামী বিমানবন্দরে উঠতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে।

আজ সন্ধ্যা ৭টায় এমিরেট এয়ারলাইন্সের একটি বিমানে করেই এশিয়া কাপ খেলার জন্য হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জানা গেছে, আগামীকাল (সোমবার) পাসপোর্ট হাতে পেতে পারেন তামিম-রুবেল। না হয়, এই দু’জন মঙ্গলবার আরব আমিরাতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

প্রসঙ্গতঃ দুবাই যেতে এর আগেও তামিম ইকবালকে ভিসা জটিলতায় পড়তে হয়েছিল। যদিও তা পরে ঠিক হয়ে গিয়েছিল। শুধু তামিম আর রুবেলই নন, ভিসা জটিলতার কারণে দুবাই যেতে পারেননি দলের দুই কর্মকর্তা। তারা হলেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

Share this post

scroll to top