DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাস্তব কোনও অগ্রগতি হচ্ছে না: শেখ হাসিনা।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃমায়ানমার সরকারী বাহিনীর অমানুষিক অত্যাচারে প্রান বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া অসহায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে বাস্তব কোনও অগ্রগতি হচ্ছে না বলে জানিয়েছেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। দ্ইু দেশের মন্ত্রী পর্যায়ে বৈঠকসহ আমরা বেশ কিছু উদ্যোগও নিয়েছি। কিন্তু, বাস্তবে কোনও অগ্রগতি হচ্ছে না।’

 

 অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠি বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে গণভবনে সৌজন্যে সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এহসানুল করিম প্রধানমন্ত্রীর বরাত দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এই পর্যন্ত প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশ আশ্রয় নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা হয়েছে। সরকার রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর রেখেছে।’

সৌজন্যে সাক্ষাতে সলিল শেঠি জানান, রোহিঙ্গারা যাতে দেশে ফিরে যেতে পারে, সেজন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তাদের কাজ অব্যাহত রেখেছে। তিনি বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে যা হয়েছে, তা ভয়াবহ অপরাধ। রোহিঙ্গাদের বিষয়ে বিশ্বজুড়ে জনমত সৃষ্টি করতে হবে।’

Share this post

scroll to top
error: Content is protected !!