দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কোর অব ইঞ্জিনিয়ার্স: সেনাপ্রধান

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজু: নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স-এর ৯ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-এর প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। তিনি অনুষ্ঠানে কোর অব ইঞ্জিনিয়ার্স-এর ৯ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন।

অভিষেক শেষে সেনাপ্রধান কোর অব ইঞ্জিনিয়ার্সের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন,

“কোর অব ইঞ্জিনিয়ার্স দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও মানবিক সহায়তায় যে অবদান রেখে চলেছে, তা জাতির গর্ব।”

তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্সের সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করেন।

সেনাপ্রধান আরও বলেন,

“সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে কোর অব ইঞ্জিনিয়ার্স ভবিষ্যতেও দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; মহাপরিচালক, বিআইআইএসএস; ইঞ্জিনিয়ার-ইন-চিফ; অ্যাডজুট্যান্ট জেনারেল; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (বগুড়া); চিফ কনসালটেন্ট জেনারেল, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট; ইসিএসএমই কমান্ড্যান্ট; সকল ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার; ইউনিট অধিনায়কবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ।

সেনাবাহিনী প্রধান ইসিএসএমই পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং কমান্ড্যান্ট, ইসিএসএমই অভ্যর্থনা জানান।

Share this post

scroll to top