ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজু: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে গোপন বৈঠক করেছে আওয়ামীসুবিধাভোগী তৈরি পোশাকশিল্পের মালিকদের একটি প্রতিনিধিদল। গতকাল রোববার সন্ধ্যার পর তারা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আমিরের বাসায় সাক্ষাৎ করে।
ব্যবসায়ী প্রতিনিধিদলে ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার টেক্সটাইলের চেয়ারম্যান তপন চৌধুরী, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান প্রমুখ। অন্যদিকে জামায়াতে ইসলামীর শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল আনোয়ারুল আজিম ও চিকিৎসক খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।
গণমাধ্যমে এ নিয়ে জানাজানি হলে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজেও বৈঠকের বিষয়ে জানানো হয়।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে এই বৈঠক হয়েছে।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘আমরা বিভিন্ন বিষয়ে জামায়াতে ইসলামীর আমিরকে অবহিত করেছি।
মোহাম্মদ হাতেম আরও বলেন, ‘কারখানার শ্রম পরিবেশ মাঝেমধ্যেই বিঘ্নিত হচ্ছে। শ্রমিক ও শিল্পের স্বার্থ রক্ষায় রাজনীতিবিদদের সহযোগিতাও আমরা চেয়েছি। জামায়াতে ইসলামীর আমির আমাদের কথা মন দিয়ে শুনেছেন। অনেক বিষয়ে তিনি আমাদের সঙ্গে একমতও পোষণ করেন।’


