DMCA.com Protection Status
title=""

শেয়ারবাজার কারসাজির অভিযোগে সাকিবের বিরুদ্ধে দুদকের মামলা

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ  শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাকিব এখন ফৌজদারি মামলার আসামি। শেয়ারবাজার কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা হওয়ায় তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক। 

এর আগে সোমবার (১৬ জুন) ঢাকা মহানগর দায়রা বিচারক মো. জাকির হোসেন গালিবের আদালত আবেদনের প্রেক্ষিতে সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।

Share this post

scroll to top
error: Content is protected !!