DMCA.com Protection Status
title=""

নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ  গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টার পর থেকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে তাকে বিএনপির অনুসারী নেতারা অবরুদ্ধ করে রেখেছেন বলে তার দল অভিযোগ করেছে।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ দাবি করেন, নুরকে অবরুদ্ধ করে রেখেছে বিএনপি নেতা হাসান মামুনের লোকেরা।

তার দাবি, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি, রড, রামদা নিয়ে আমাদের পথরোধ করেছে। ইতোমধ্যে স্থানীয় কয়েকজনকে মারধর করে দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে। রাত ১১টার পরও পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।

এর আগে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করায় গলাচিপা নিজ এলাকায় নুরুল হকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। 

বৃহস্পতিবার উপজেলা বিএনপির সভাপতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মঞ্চে এসে মিছিল শেষ হয়। 

Share this post

scroll to top
error: Content is protected !!