DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলেনি কানাডার আদালতঃ মিথ্যা সংবাদ প্রচারে নিন্দা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে কোনো রায় দেয়নি কানাডার আদালত।

অথচ বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় গতকাল একই ভাষায় এই মিথ্যা সংবাদটি ছাপানো হলে এতে জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে বাংলাদেশের রাষ্ট্রিয় গোয়েন্দা সংস্থার যোগসাজসে এই সংবাদটি হুবহু প্রচারের জন্য বিভিন্ন গনমাধ্যমে পাঠানো হয়।

আলোচিত রায়ের পূর্নাঙ্গ কপির লিংকঃ https://decisions.fct-cf.gc.ca/…/en/523749/1/document.do

কানাডার আদালতের উল্লিখিত এই রায়ে বলা হয়েছে,কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এমন কোনো যুক্তিসঙ্গত কারণ পায়নি যাতে প্রতীয়মান হয় যে,বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি(বাংলাদেশ জাতীয়তাবাদী দল) সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত কোনো সংগঠন নয়। গত ১৫ই জুন ২০২৩ কানাডার ফেডারেল কোর্ট এ রায় ঘোষণা করে। 

মোহাম্মদ জিপসেদ ইবনে হক নামের একজন বিএনপি কর্মীর দায়ের করা মামলায় আদালত এ পর্যবেক্ষণ দেয়। আদালতের ওয়েবসাইটে ২৬ পৃষ্টার রায়টি এখনও পাওয়া যাচ্ছে।

 আলোচিত রায়ের পূর্নাঙ্গ কপির লিংকঃ

 https://decisions.fct-cf.gc.ca/…/en/523749/1/document.do

এতে আরও বলা হয়, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আবেদনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সদস্য ছিলেন। প্রসঙ্গত এ রায়টি নিয়ে বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যপক আলোচনা চলছে।    

Share this post

scroll to top
error: Content is protected !!