DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

এবার গুম হওয়া সাজেদুল সাজ্জাদের বাসায় জাতিসংঘ প্রতিনিধি দল

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ এবার গুম হওয়া নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সাজ্জাদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা জাহিদ হোসেন।

মঙ্গলবার সকালে এই দুই কর্মকর্তা সাজেদুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এর আগে গত ১৪ই ডিসেম্বর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নিখোঁজ সাজেদুলের বাসায় যান। ওই দিন সাজেদুল ইসলামের শাহীনবাগের বাসা থেকে বের হওয়ার পর একদল লোক মার্কিন দূতের পথ আটকে তাকে স্মারকলিপি দেয়ার চেষ্টা করেন। এ ঘটনায় মার্কিন দূতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। 

সাজেদুল ইসলামের বোন সানজিদা ইসলাম জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাসায় আসার কারণে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, কতটা চাপ এসেছে এবং কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কি না এসব বিষয়ে খোঁজ নিয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল। 

সাজেদুল ইসলাম সাজ্জাদ ২০১৩ সালে নিখোঁজ হন। তার বোন সানজিদা ইসলাম গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়কারী।

Share this post

scroll to top
error: Content is protected !!