DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে বেধড়ক পেটালো ছাত্রলীগ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার হাইকোর্টের সামনে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন পেশাগত দায়িত্ব পালনকালে ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক আবির আহমেদকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।  এ সময় তার  মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

সাংবাদিক আবির আহমেদ গণমাধ্যমকে বলেন, ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা আমি লাইভ করছিলাম। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ওপর হামলা চালায়। তারা আমার মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। ছাত্রদলের নেতা তকমা দিয়ে সাংবাদিক আবিরকে বেধড়ক পেটায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ফেসবুক পেজ থেকে লাইভ করার সময় মাহফুজ নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকে হাইকোর্ট এলাকার আশপাশে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতা-কর্মীরা। দুপুর ১২টার দিকে তাঁরা মিছিল বের করেন। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হলে ছাত্রলীগের বাধার মুখে পড়ে। এসময় উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

Share this post

scroll to top
error: Content is protected !!