DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

কর্নাটকের হিজাব নিষিদ্ধকরন মামলা এখন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ভারতের কর্নাটকরাজ্যের বহুল আলোচিত শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরিধান নিষিদ্ধকরন মামলাটি আগে বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিতের বেঞ্চে  ছিল।

কিন্তু বিচারপতি দীক্ষিত জানিয়ে দেন, এইরকম একটি বিষয় বৃহত্তর বেঞ্চে যাওয়া উচিত। তার কথা মেনে প্রধান বিচারপতি রিতুরাজ অশ্বিন তিন বিচারপতির বেঞ্চ গঠন করেছেন। সেই বেঞ্চে আছেন প্রধান বিচারপতি, বিচারপতি দীক্ষিত এবং বিচারপতি মহিউদ্দিন। এর মধ্যে বিচারপতি মহিউদ্দিন হলেন নারী বিচারপতি। গতবছর মার্চে তিনি কর্ণাটক হাইকোর্টের বিচারপতি হন।

তিন বিচারপতির বেঞ্চে বৃহস্পতিবার পাঁচটি আবেদনের শুনানি হবে। উদুপি কলেজের ১৮ জন ছাত্রী হজাব পরে ক্লাসে আসা নিষিদ্ধ ঘোষণার বিরুদ্ধে এই আবেদন জানিয়েছেন। নিয়মানুসারে তিন বিচারপতির বেঞ্চ যে রায় দেবেন, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো যাবে।

বুধবার বিচারপতি দীক্ষিত জানিয়ে দেন, ''আদালতে কিছুদিন ধরে বিষয়টির শুনানি চলছে। কিন্তু এই আবেদনে যে প্রশ্ন তোলা হয়েছে, তার গুরুত্ব অপরিসীম। তাই একজন বিচারপতির বেঞ্চ নয়, বরং মামলাটি বৃহত্তর বেঞ্চে যাওয়া উচিত। প্রধান বিচারপতি চাইলে বৃহত্তর বেঞ্চ গঠন করতে পারেন।''

বিচারপতি বলেছেন, ''সব কটি আবেদনের মূলে রয়েছে একটিই প্রশ্ন, হিজাব পরা ধর্মীয় কার্যকলাপের আবশ্যিক অঙ্গ কিনা? আবেদনকারীরা বম্বে, মাদ্রাজ ও কেরালা হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করেছেন। তাছাড়া তারা সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখও করেছেন। পুরো বিষয়টিকে ধর্মীয় সংখ্যালঘুর সাংবিধানিক রক্ষাকবচের পরিপ্রেক্ষিতে দেখতে হবে।''

Proteste gegen Hidschab-Verbot an Schulen in Indien

হিজাব নিয়ে কর্ণাটকের ছাত্রীদের পাশে থেকে কলকাতাতেও প্রতিবাদ।

সংঘর্ষের ঘটনাঃ

দেবাঙ্গেরে, শিবামোগা ও বাগলকোট জেলায় দুই গোষ্ঠীর মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সব জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বাগলকোটে ছাত্রদের বিক্ষোভের জেরে একজন শিক্ষক আহত হয়েছেন। সেখানে বনধ পালিত হয়েছে। শিবমোগাতে ১৪৪ ধারা অগ্রাহ্য করে একটি কলেজের ক্যাম্পাসে জাতীয় পতাকা তোলা হয়েছে।

বিক্ষোভে লাগামঃ

বেঙ্গালুরু পুলিশ জানিয়ে দিয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে বিক্ষোভ, জমায়েত করা যাবে না। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। অন্য কিছু শহরেও বিক্ষোভে লাগাম পরানোর জন্য একই নির্দেশ দেয়া হয়েছে। 

কংগ্রেসের দাবি

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, একজন নারী কী পোশাক পরবেন, মাথা ঢাকবেনকিনা, সেটা তার নিজস্ব বিষয়। চাইলে তিনি ঘোমটা দেবেন, চাইলে হিজাব পরবেন, কেউ নারীর এই অধিকারে হস্তক্ষেপ করতে পারেন না।

কর্ণাটকের কংগ্রেস সভাপতি ও সাবেক মন্ত্রী শিবকুমার প্রশ্ন তুলেছেন, ''হঠাৎ করে এত গেরুয়া সাল কী করে কর্ণাটকে ছাত্রদের হাতে চলে এল?'' তার অভিযোগ, ''সুরাত থেকে ৫০ লাখ গেরুয়া শাল কর্ণাটকে পাঠানো হয়েছে।''

রাজ্য সরকারের বক্তব্যঃ

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মন্ত্রীরা বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। ঠিক হয়েছে, সরকার এখন হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করবে। তারপর তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শিক্ষামন্ত্রী নাগেশ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম পরা নিয়ে সরকারের নির্দেশ আগের মতোই বহাল থাকবে।

বিজেপি নেতাদের বক্তব্যঃ

হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ, তারকা সাংসদ হেমা মালিনী সহ বিজেপি নেতারা একসুরে বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ইউনিফর্ম পরতেই হবে। এর সঙ্গে ধর্মীয় বিষয়কে ঢোকানো উচিত হবে না।

Share this post

scroll to top
error: Content is protected !!