DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  এবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদী এবং বাংলাদেশের অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র কয়েকদিন আগের ভার্চুয়াল বৈঠকে সিমান্ত হত্যা শুন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতির পর এই হত্যাকান্ড ঘটলো।

মঙ্গলবার রাতে উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪নং মেইন পিলারের ৫এস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. খাইরুল ইসলাম (৪০)। তিনি উপজেলার গোবরাকুড়া গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে।

গোবরাকুড়া বিজিবি ক্যাম্প কমান্ডার মো. উমর ফারুক জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে খায়রুল গরু আনার উদ্দেশ্যে সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে

Share this post

scroll to top
error: Content is protected !!