DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

করোনা মোকাবেলায় ছাত্রলীগের ভূমিকা ব্যাপক প্রশংসনীয়: শেখ হাসিনা।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  করোনা ভাইরাস মহামারির প্রভাবে প্রবল শ্রমিক সংকটে সারাদেশে কৃষকের পাঁকা ধান কেটে ঘরে তুলে দেয়ায় বাংলাদেশ  ছাত্রলীগের ভুয়সী প্রশংসা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ঢাকা বিভাগের কয়েকটি জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ প্রশংসা করেন।

তিনি বলেন, জমির ধান এখন পাকতে শুরু করেছে। ধানকাটা নিয়ে সমস্যা যখন সৃষ্টি হল তখন আমি ছাত্রলীগকে নির্দেশনা দিয়েছি। তারা নিজ নিজ এলাকায় কৃষকের পাশে দাঁড়াচ্ছে। ধান কেটে দিচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নিজেরাই হ্যান্ডস্যানিটাইজার বানিয়ে বিতরণ করছে। বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিচ্ছে। এ জন্য ছাত্রলীগকে অসংখ্য ধন্যবাদ।

এ সময় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ ও যুবলীগ সহ অন্যান্য সংগঠনের ও ভূমিকার প্রশংসা করেন। আগামীতে যেন সবাই ঠিকমতো খাবার পায় সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সারা দেশের ওয়ার্ড পর্যায়ে থেকে রেশন কার্ডের তালিকা শুরু হয়েছে,সেখানে যেন কোন অসহায় গরীব দুস্থ মানুষ বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে।

Share this post

scroll to top
error: Content is protected !!