DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

হেরে যাওয়ায় বাংলাদেশকে মারতে আসে ভারতীয়রা,পতাকা ছিনিয়ে নেয়ার ধৃষ্টতা???

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  খেলায় হার-জিত থাকবেই, তাই বলে মারতে যাওয়া! নি:সন্দেহে বিষয়টা কারো ভালো লাগার কথা না। তবে এমনি অখেলোয়াড়সুলভ আচরণ করল ভারতের যুব ক্রিকেটাররা।

ঘটনা ম্যাচের পর।  বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার বাংলাদেশ যখন জয়োল্লাস করছে তখন এক পাশ থেকে চেয়ে চেয়ে দেখছে ভারত। তবে উল্লাস থামিয়ে এক পর্যায়ে আকবর-শামিমরা করমর্দন করতে যায় প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে। তখনই শুরু হয় ঝামেলা।

কয়েকজন মেজাজ হারিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের ওপর চড়াও হয়। কেউ কেউ মারার চেষ্টাও করেন। একটা সময় বাংলাদেশি ক্রিকেটারদের হাত থেকে পতাকা কেড়ে নেয় ভারতীয়রা।

এই কয়েকটা দৃশ্যের মাঝেই ক্যামেরা অন্যদিক দর্শকদের সামনে তুলে ধরে। পরে অবশ্য ম্যাচ অফিসিয়াল ও দুই পক্ষে কোচিং স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় বিতর্ক। কেউ বলছেন এটা মোটেও ঠিক হয়নি। কারো মুখে ভারতকে নিয়ে নানা কথা। আবার কেউ তাদের শাস্তিও দাবি করছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!