DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ভারত-বাংলাদেশ মধুর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশী মিডিয়ার অবদান অপরিসীমঃ ভারতীয় রাষ্ট্রদুত রিভা গাঙ্গুলী।

 

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্ক অন্য যেকোনো সময়ের চেয়ে আরও দৃঢ় এবং মধুর হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। তিনি বলেন এক্ষেত্রে বাংলাদেশের সংবাদমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অতি সম্প্রতি ঢাকার হোটেল সোনারগাঁওয়ে বার্ষিক মিডিয়া রিসিপশনে এসব কথা বলেন রিভা গাঙ্গুলি দাস।

বাংলাদেশী মিডিয়ার ভূয়সী প্রশংসা করে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের মিডিয়া খুবই প্রাণবন্ত। দুই দেশের সম্পর্ক তুলে ধরতে বাংলাদেশের সংবাদমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতীয় সংবাদমাধ্যমও খুব ‘ভাইব্রেন্ট (প্রাণবন্ত)’ বলে উল্লেখ করেন তিনি।

রিভা গাঙ্গুলি বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যকার বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অনেক ভারতীয় কোম্পানি এখন বাংলাদেশে বিনিয়োগ করছে। এ পর্যন্ত দুই দেশের মধ্যে ৯০টির মতো চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

Share this post

scroll to top
error: Content is protected !!