DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

পরিকল্পিত ভাবে ইসলামো ফোবিয়া ছড়ানোর বিরুদ্ধে রুখে দাড়াতে হবেঃহাসান রুহানী।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন ইসলাম-আতঙ্ক ছড়িয়ে দেয়ার যে চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে সর্বাত্মক আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুক্রবার নিউজিল্যান্ডের মসজিদে ভয়াবহ যে গণহত্যা চালানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই প্রতিরোধ জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন রুহানি।

 

এছাড়া তিনি বলেন কিছু দেশের পক্ষ থেকে এইসব ইসলাম আতঙ্ক ছড়ানো হচ্ছে।

শুক্রবার এক বার্তায় প্রেসিডেন্ট রুহানি মুসল্লিদের ওপর ‘সন্ত্রাসী ও বর্ণবাদী’ হামলার তীব্র নিন্দা জানান।

তিনি এ গণহত্যাকে ‘বর্বরোচিত ও বেদনাদায়ক’ ঘটনা অভিহিত করে বলেন, এ ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের পাশাপাশি ইরানি জনগণও বেদনাহত হয়েছে।

নিউজিল্যান্ডে স্থানীয় সময় শুক্রবার বেলা দেড় টা নাগাদ ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে বন্দুকধারীর হামলায় ৪৯ জনের প্রাণহানি ঘটে। এতে আরো গুরুতর আহত হয়েছেন আরো ৪০ জনের বেশি।

 

ওই সন্দেহভাজন হামলাকারীকে শনিবার নিউজিল্যান্ডের একটি আদালতে হাজির করা হয়ছে। এসময় ২৮ বছর বয়সী হামলাকারী ব্রেন্টনের গায়ে সাদা রঙের কয়েদীদের পোশাক ও হাতে হ্যান্ডকাফ পরা ছিল।

দেশটির আদালত আপাতত একটি হতাকাণ্ড মামলায় ওই হামলাকারীকে অভিযুক্ত করেছে বলে খবরে বলা হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!