DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ইসিতে অনিয়মের অভিযোগ জানিয়েছে বিএনপির দুই প্রার্থী

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ভোটে অনিয়মের অভিযোগ লিখিতভাবে নির্বাচন কমিশনে জানিয়েছে বিএনপির দুই প্রার্থী। এরা হলেন, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। সোমবার করা তাদের অভিযোগে নিজ নিজ আসনে পুনঃ ভোট দাবি  করেছেন। 

রোববার অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী এই আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের এইচএম ইব্রাহিম পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ১৪ হাজার ৮৬২ ভোট।

অন্যদিকে বরিশাল-৩ আসনে জাপার লাঙ্গল প্রতীকের গোলাম কিবরিয়া টিপু ৫৪ হাজার ৭৭৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন পেয়েছেন ৪৭ হাজার ২৮৭ ভোট।

সোমবার ইসিতে লিখিত অভিযোগ দেওয়ার পর খোকন সাংবাদিকদের বলেন, ‘আমার এলাকা নোয়াখালী-১ ও সারা বাংলাদেশে নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আঁতাত করে নির্বাচন করে ভোটার ও জাতির সাথে প্রতারণা করেছে।’

বরিশাল বিভাগে জামানত টিকিয়ে রাখা বিএনপির একমাত্র প্রার্থী জয়নুল আবেদীন লিখিত অভিযোগ দিয়ে ফল স্থগিত রাখার দাবি জানান।

তিনি বলেন, ‘আমার বরিশাল-৩ আসনে ১৩৪টি আসনের মধ্যে ১২০টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়। বাকি ১৪ কেন্দ্রে ব্যাপক কারচুপি হয়। আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। পুনঃভোটের দাবি জানাই।’

Share this post

scroll to top
error: Content is protected !!