DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

নস্ট রাজনীতির নিকৃষ্ট নমূনাঃমেয়র আইভীকে কটুক্তি করে নারায়ণগঞ্জে ব্যানার-বিলবোর্ড

10609265_849737341702941_1534743000_nদৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জনপ্রিয় মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে রুচিহীন ভাষায় ব্যঙ্গ করে ব্যানার-বিলবোর্ড টাঙিয়েছে অজ্ঞাতরা। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জমা ময়লার স্তুপের পাশে বৃহস্পতিবার রাত থেকে এগুলো দেখা যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। ময়লার স্তুপের উপর ও আশেপাশের কয়েকটি সাইনবোর্ডের মধ্যে ওই বিলবোর্ড টানানো হয়েছে।

এব্যাপারে মেয়র আইভী তিব্র ক্ষোভ প্রকাশ করে বলেন ভোটের রাজনীতিতে হেরে গিয়ে নায়ায়নগন্জের সন্ত্রাসের গডফাদার এখন নোংড়ামিতে নেমেছে।নারায়নগন্জের জনগন এ অপশক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।

Share this post

scroll to top
error: Content is protected !!