DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়লেন তামিম

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  চোট নিয়ে শঙ্কা ছিল। তবু শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মাঠে নামেন তামিম ইকবাল। এর মধ্যে ঘটলো আরেক দুর্ঘটনা। হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হলো বাঁ-হাতি এই ওপেনারকে।

সুরাঙ্গা লাকমলের করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে বাঁ-হাতের কব্জিতে আঘাত পেয়েছেন তামিম। ব্যথা এতটাই যে ব্যাটিংটা চালিয়ে যেতে পারেননি তিনি। ২ রান নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন দেশসেরা ওপেনার।

লঙ্কানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা যাচ্ছেতাই হয়েছে বাংলাদেশের। ১ রান তুলতেই তারা হারিয়ে বসেছে লিটন দাস আর সাকিব আল হাসানকে। এমন সময়ে তামিমের উইকেটে থাকাটা খুব জরুরি ছিল। কিন্তু কথায় আছে না, বিপদ যখন আসে সবদিক থেকেই আসে!

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪ রান। মুশফিকুর রহীম আর মোহাম্মদ মিঠুন দুজনই অপরাজিত আছেন ১ রান নিয়ে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

Share this post

scroll to top
error: Content is protected !!