DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মহানগর নাট্যমঞ্চে চলছে বিএনপির প্রতীকী অনশন

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে দলের নেতাকর্মীরা। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সোমবার সকাল ৯টায় শুরু হয়েছে এ কর্মসূচি। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

প্রতীকী অনশন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ড. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সিনিয়র নেতা ছাড়াও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এছাড়া ২০ দলীয় জোট শরিক নেতা মোস্তাফা জামাল হায়দায়ও রয়েছে অনশন কর্মসূচিতে।

গতকাল রোববার এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বেগম জিয়ার মুক্তির দাবিতে দলের পূর্বঘোষিত অনশন কর্মসূচি ঢাকাসহ সারাদেশে সোমবার পালিত হবে। ঢাকায় মহানগর নাট্যমঞ্চে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ প্রতীকী অনশন কর্মসূচি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ ইতিবাচক সাড়া দিয়ে মৌখিকভাবে অনুমতি দিয়েছে বলেও জানান তিনি।

Share this post

scroll to top
error: Content is protected !!