DMCA.com Protection Status
title="শোকাহত

এবার একাত্তর টিভির ভ্রান্ত খবরঃ বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলেছে কানাডার আদালত

71bnp

কানাডার মন্ট্রিয়ল থেকে মারুফ রাজুঃ বাংলাদেশের অনির্বাচিত হাসিনা সরকারের একনিষ্ট প্রচারক একাওর টেলিভিশন এবার দেশের বাইরের আদালতকে উদ্রিত করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে প্রচার করেছে।অথচ কানাডার মূলধারার ইংরেজী এবং ফরাসী ভাষার নিউজ এবং ইলেকট্রনিক মিডিয়ায় তন্ন তন্ন করে খুজেও এই সংবাদের কোনো সত্যতা খুজে পাওয়া যায়নি।

একাত্তর টিভিতে আজ রাতের সংবাদে এ সংক্রান্ত একটি খবর প্রচার করা হয় এবং নিউজ টেলপে দেখানো হতে থাকে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে অভিহিত করেছে কানাডার ফেডারেল কোর্ট।

খোজ নিয়ে জানা যায়,কানাডায় প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশের হাজার হাজার লোক উদ্বাস্তু হিসাবে আশ্রয় গ্রহন করে থাকে ।এদের রিফিউজি আবেদন নিষ্পত্তি করে ফেডারেল কোর্টের নিয়ন্ত্রানাধীন ইমিগ্রেশন ট্রাইবুনাল।এই আইন ব্যবস্থা বহু আবেদন খারিজ করে দেয়া হয়।খারিজ কৃতরা ফেডারেল কোর্টে আপিল করতে পারেন।এধরনের একটি আপিলের নিষ্পত্তি করনের উল্লেখ করে একাত্তর টিভি এ মিথ্যা এবং উদ্দেশ্য প্রনোদিত খবর পরিবেশন করে জনমনে ব্যাপক বিভ্রান্তির সৃষ্ঠি করেছে।

এক্ষেত্রে কানাডার ফেডারেল কোর্টের শুধু ঐ রিফিউজী আবেদন কারীর আপিল নিষ্পত্তির এক্তিয়ার থাকে,অন্য দেশের  এধরনের কোন গুরুত্বপুর্ন বিষয়ে সিদ্ধান্ত এই কোর্টের দ্বায়ীত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে না।এই কোর্টের রায় শুধু মাত্র ঐ ব্যাক্তির উপরই বর্তিত হয় ,অন্য সব বিষয়ে তার মত পর্যবেক্ষন হিসাবে বিবেচিত হয়।তাই পর্যবেক্ষন কে রায় হিসাবে প্রচার করা সমিচীন নয় বলে আমরা মনে করি।

আমরা অবিলম্বে এই বিষয়ে কানাডা সরকারের মতামত গ্রহন করে তা সন্মানিত পাঠকদের জানানোর চেষ্টা করবো।

 

Share this post

scroll to top
error: Content is protected !!