DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

‘রবীন্দ্রনাথ চর্চা জঙ্গিবাদ দমন যুদ্ধের প্রেরণা যোগাবেঃ সাবেক গনবাহিনী প্রধান ইনু

Inu-696x435-696x435 copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  জঙ্গি গোস্ঠি জাসদ গন বাহিনীর সাবেক প্রধান  হাসানুল হক ইনু আজ বলেছেন, রবীন্দ্রনাথ চর্চা জঙ্গিবাদ দমন যুদ্ধের প্রেরণা যোগাবে। 

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে রবীন্দ্রনাথের বর্ষার গান নিয়ে শিল্পী মোস্তাকিনুন নাহার লুবার ‘এ গান আমার শ্রাবনে শ্রাবণে’ একক সংগীতের সিডি প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায়  তিনি এ কথা বলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনীচক্রের হাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের স্মরণে নিরবতা পালনের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে হালের তথ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জাতির ইতিহাস ও সংস্কৃতির চেতনাকে মুছে ফেলার ষড়যন্ত্রে রবীন্দ্রনাথ-নজরুলকেও নির্বাসনে পাঠানোর অপচেষ্টা করা হয়েছে। শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ, নজরুল আবার স্বমহিমায় স্বগৃহে প্রত্যাবর্তন করছেন।’

‘ঠিক এই সময়েই জঙ্গিবাদী চক্র আবার মাথাচাড়া দিতে চায়’-এ কথা উল্লেখ করে ইনু বলেন,‘জাতির ইতিহাস, সংস্কৃতি, বঙ্গবন্ধু এবং রবীন্দ্রনাথকে  আবার নির্বাসনে পাঠাতে চায় জঙ্গিবাদীরা। আর এদের দমনে রবীন্দ্রনাথচর্চা আমাদের প্রেরণা যোগায়। সে কারণেই শোকের মাসে যখন আমরা যেমন বঙ্গবন্ধুকে স্মরণ করছি, রবীন্দ্র সংগীতের এ আয়োজন তখন অত্যন্ত প্রাসঙ্গিক।’

সংগীত-শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানিয়ে এর রাষ্ট্রীয় গুরুত্ব সম্পর্কে হাসানুল হক ইনু বলেন, ‘আমাদের সন্তানেরা যাতে শান্তিতে সংগীত-শিল্প-সাহিত্য চর্চা করতে পারে, সেজন্য জঙ্গিদমন অপরিহার্য। শিল্পীরাই সংগীতকে জনগণের কাছে পৌঁছে দেন। তাই শিল্পীদের উৎসাহদান অব্যাহত রাখা সরকারের গুরুত্ববহ দায়িত্ব।’

চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং জি সিরিজ ও অগ্নিবীণার প্রতিষ্ঠাতা নাজমুল হক ভূঁইয়া খালেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!