ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দিনাজপুরে ইসকন মন্দিরে হামলা প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। তাহলে কি তারা (পুলিশ) ঘোড়ার ঘাস কাটে?’
ঢাকায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় শুক্রবার দুপুরে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ সভার আয়োজন করে।
সুরঞ্জিত বলেন, ‘দিনাজপুরে ইসকন মন্দিরে এত বড় একটা ঘটনার পরও ঘটনাস্থলে কেন পুলিশ ছিল না? ইস্কন মন্দিরে গুলি, বোমা হামলা হয়েছে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী কোথায় ছিলেন তখন? আপনারা কি ঘোড়ার ঘাস কেটেছেন?’
তিনি বলেন, ‘দেশে দিন দিন সংখ্যালঘুদের পরিমাণ কমছে। কারণ সরকার তাদের দায়িত্বশীল জায়গায় রাখছে না। সংখ্যালঘুদের প্রতি শুরুত্ব আরোপ না করলে দেশ এক সময় আফগানিস্তানে পরিণত হবে। তাই এ সকল পরিস্থিতি মোকাবিলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরো মনোযোগী হতে হবে।’
আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বিএনপির সমালোচনা করে বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটি স্ট্যান্ডও করে না আবার স্লিপও করে না। কারণ বিএনপি চেয়ারপারসন কিছু অপদার্থ নিয়ে মিটিং করছেন। নির্বাচনে এ রকম কোনো কমিটি করার সাংবিধানিক বিধান নেই।’
তিনি আরো বলেন, ‘যতো মিটিং করুন না কেন কোনো লাভ নেই। কারণ দেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের ইতিহাস মেনেই রাজনীতি করতে হবে। নির্বাচনে আসবেন শেষ পর্যন্ত থাকবেন না সেটা মানুষের মনে সন্দেহের দানা বাঁধছে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাহারোল উপজেলার ইসকন মন্দিরে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুইজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা জানান, রাতে ওই মন্দিরে কীর্তন চলছিল। এ সময় মুখোশধারী কয়েকজন যুবক অতর্কিত হামলা চালায়। তারা মন্দির লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি নিক্ষেপ করে। এতে মিথুন ও রোহিত বিশ্বাস নামে দুইজন গুলিবিদ্ধ হয়। হুড়োহুড়ির কারণে বেশ কয়েকজন আহত হন।
মিথুন ও রোহিতকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। গত ৪ ডিসেম্বর শুক্রবার রাত ১টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউর মন্দির প্রাঙ্গণে রাসমেলার একটি যাত্রা প্যান্ডেলে বোমা হামলা চালানো হয়। দুর্বৃত্তের ছোড়া হাতবোমা বিস্ফোরণে ওইদিন ৯ জন আহত হয়েছিলেন।