DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ইরাক-সিরিয়া থেকে জঙ্গিবিমান প্রত্যাহারের ঘোষণা কানাডার নতুন প্রধানমন্ত্রীর

justinusক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ইরাক ও সিরিয়ায় আইএস গোষ্ঠীর বিরুদ্ধে মোতায়েন করা কানাডার জঙ্গিবিমান প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সে দেশের জাতীয় নির্বাচনে বিজয়ের পর লিবারেল পার্টির এই নেতা সবচেয়ে ঘনিষ্ট প্রতিবেশী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে গতকাল টেলিফোনে এ বিষয়ে কথা বলেছেন।

নির্বাচনী প্রচারের সময় জাস্টিন ক্ষমতায় গেলে সিএফ-১৮ জঙ্গিবিমান দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

cf18তবে এ জন্য তিনি কোনো সময় বেঁধে দেননি। সোমবারের নির্বাচনের পর জাস্টিনের দল এক দশক ধরে ক্ষমতায় থাকা রক্ষণশীল দলকে সরিয়ে দিয়ে ক্ষমতা গ্রহন করতে যাচ্ছে।

উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জাস্টিন ট্রুডো কানাডার সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর বড় ছেলে।

বারাক ওবামার সঙ্গে টেলিফোন কথোপকথনে জাস্টিন তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা রাখতে জঙ্গিবিমান প্রত্যাহার করবেন বলে জানান।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তবে কানাডার সামরিক বাহিনীর প্রশিক্ষকরা ইরাকের উত্তরাঞ্চলে থাকবে বলে জানিয়েছেন জাস্টিন।

তিনি চলতি বছর শেষ নাগাদ সিরিয়ার ২৫ হাজার শরণার্থীকে তার দেশে আশ্রয় দেওয়ারও অঙ্গীকার করেন। তবে তাঁর পূর্বসুরী স্টিফেন হারপার তা নাকচ করে দিয়েছিলেন । জাস্টিন ট্রুডো বিভিন্ন ইস্যুতে বিশেষ করে, পরিবেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবেন বলে প্রসিডেন্ট ওবামাকে জানান।

Share this post

scroll to top
error: Content is protected !!