DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ফের ঢাকায় র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টাঃ নিহত ১,আহত২

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  এবার রাজধানীর খিলগাওয়ে র‌্যাবের চেকপোস্টে বিস্ফোরক নিয়ে হামলার চেষ্টা করেছেন এক মোটরসাইকেল আরোহী। পরে র‌্যাবের গুলিতে হামলাকারী নিহত হয়েছে বলে জানা যায়। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হন।

এনিয়ে গত দুদিনে ২বার র‍্যাবের উপর হামলার ঘটনা ঘটলো।এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার না করলেও গতকালের মতো এটাও আইএস এর কাজ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

শনিবার ভোর ৫টার দিকে খিলগাঁও শেখের জায়গা নামের স্থানে র‌্যাবের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি করছিলেন র‌্যাব সদস্যরা।

এ সময় একজন মোটরসাইকেল আরোহী খুব দ্রুত ওই চেক পোস্টের দিকে এগিয়ে আসেন। তখন র‌্যাব সদস্যরা তাকে সিগন্যাল দিলে তিনি সিগন্যাল অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাকে আটকাতে গিয়ে দুজন র‌্যাব সদস্য আহত হন।

ওই আরোহীকে বাধা দিতে গেলে তিনি তার বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করেন। তখন র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন ওই দুর্বৃত্ত।

বন্দুকযুদ্ধে নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ স্পটেই রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে র‌্যাবের বোম ডিস্পোজাল ইউনিট। তার কাছে কোনো বোমা আছে কি না তদন্ত করে তার মরদেহ উদ্ধার করা হবে বলে জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তুহিম মোহাম্মদ মাসুদ।

 

Share this post

scroll to top
error: Content is protected !!