DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কান্ড !!!

rmpস্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতেই মঞ্চে বসে ঘুমিয়েই অনুষ্ঠান শেষ করলেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. শামসুদ্দিন।

এ সময় পাশে বসা বিভাগীয় কমিশনার হেলালউদ্দিন আহমদ আরএমপি কমিশনারকে বারবার সতর্ক করার চেষ্টা করলেও ঘুম ভাঙেনি তার। এ নিয়ে অনুষ্ঠানের দর্শনার্থীদের মাঝে নানা হাস্যরসেরর সৃষ্টি হয়। রাজশাহীর পবা উপজেলার নওহাটায় মঙ্গলবার দুপুরে নবগঠিত ৩৭ আনসার ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন ও জেলা সমাবেশের মঞ্চে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে আগত অতিথি ও প্রত্যক্ষদর্শী কয়েকজন সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে অনুষ্ঠানের মঞ্চে আরও ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালউদ্দিন আহমদ, মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন, আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন পিএসসি ও উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল একেএম আসিফ ইকবাল।

পুলিশ কমিশনার অন্য অতিথিদের বক্তব্যের পুরো সময় ধরেই ঘুমিয়েছেন। এ সময় বিভাগীয় কমিশনার কয়েক দফা তাকে ডেকে তোলার চেষ্টা করেও ঘুম ভাঙাতে ব্যর্থ হন। শেষে প্রধান অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য দেয়ার সময় বিভাগীয় কমিশনার তাকে সজাগ করেন। পুরো অনুষ্ঠানজুড়েই তিনি ঘুমিয়ে থাকায় উপস্থিত দর্শকদের মধ্যে কানাঘুষা শুরু হয়। প্রতিমন্ত্রীর সামনেই ঘুমিয়ে পড়া কতটা দায়িত্বশীলতার পরিচয় তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

Share this post

scroll to top
error: Content is protected !!