DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মার্কিন কংগ্রেসে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জরুরী শুনানী আজ

househearingক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  আজ শুক্রবার ,৩০শে এপ্রিল ,২০১৫ অপরান্হে  ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে মার্কিন কংগ্রেসের এশিয়া-প্যসিফিক বিষয়ক সাব-কমিটির একটি অতি গুরুত্বপূর্ন এবংজরুরী শুনানী অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুনানীর বিষয় হচ্ছেঃ বাংলাদেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থা এবং ধর্মীয় মৌলবাদের উত্তান।

 

মার্কিন কংগ্রেসের হাউজ ফরেন এফেয়ার্স কমিটির সন্মানিত সদস্যগন  এই শুনানীতে উপস্হিত থাকবেন বলে জানা গেছে।বিএনপি চেয়ার পারসনের সাবেক বৈদেশিক উপদেষ্ঠা ও বিশেষ দূত জাহিদ এফ সরদার  শুনানীতে উপস্থিত থাকবেন।

 

 এ ব্যাপারে ফরেন আ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে এশিয়া-প্যাসিফিক বিষয়ক সাব-কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান স্যালমন শুনানীর বিষয়ে  বলেন,'বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ব্যাপক গোলযোগ এবং বিশৃংখল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।দেশটি দুইটি প্রধান রাজনৈতিক দলের মতপার্থক্য এবং বিরোধের কারনে  দেশটি ক্রমশঃ অচলাবস্থার দিকে চলে গিয়েছে।বিশেষ করে  ২০১৪ সালের প্রথমভাগে অনুষ্ঠিত একতরফা জাতীয় নির্বাচনের পর এই বিভেদ আরও প্রকট হয়ে উঠেছে এবং অসংখ্য মানুষের জিবনাবসান ঘটেছে রাজনৈতিক সংহিংসতা এবং রাষ্ট্রিয় সন্ত্রাসে।গনতান্ত্রীক ব্যবস্থা ব্যহত হওয়ায় সাথে সাথে দেশটির ধর্মীয় মৌলবাদীদের হাতে হতাহতের সংখ্যাও বাড়ছে,যা যুক্তরাষ্ট্রের জন্য সমভাবে উদ্বেগজনক।এই পরিস্থিতি বিবেচনায় আমরা বাংলাদেশে একটি গনতান্ত্রিক শাসন ব্যবস্থা আনয়ন এবং ভবিষ্যত কার্যকরভাবে ধর্মীয় মৌলবাদের উত্তান রোধে একযোগে কাজ করার ক্ষেত্র অনুসন্ধানেই আজকের শুনানী আমাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে বলে আমরা বিশ্বাস করি।

বাংলাদেশ বিষয়ক শুনানীতে অংশগ্রহনকারী সাক্ষী প্যানেলে রয়েছেনঃ

Witnesses/ সাক্ষীগন :

 

Ms. Lisa Curtis / মিস  লিসা কার্টিস।
Senior Research Fellow, Asian Studies Center
The Davis Institute for National Security and Foreign Policy
The Heritage Foundation

Mr. Ali Riaz, Ph.D. / মিঃ আলী রিয়াজ,পিএইচডি।
Professor
Department of Politics and Government Chair
Illinois State University

Mr. Jay Kansara / মিঃ জয় কানসারা।
Director
Government Relations
Hindu American Foundation

Mr. Steven D. Fleischli / মিঃ স্টিভেন ডি ফ্লেইসলী
President
U.S.-Bangladesh Trade and Relations Association

Alyssa Ayres, Ph.D. / আ্যালীসা আরেস,পিএইচডি
Senior Fellow for India, Pakistan, and South Asia
Council on Foreign Relations

 

এসংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নীচে দেয়া হলোঃ

http://foreignaffairs.house.gov/hearing/subcommittee-hearing-bangladesh-s-fracture-political-and-religious-extremism

Share this post

scroll to top
error: Content is protected !!