DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বাংলা বর্ষবরণ উৎসবে নারীর শ্লীলতাহানির ‘কথিত’ ঘটনার দালিলিক প্রমাণ চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় !!!

duবাংলা বর্ষবরণ ১৪২২ উৎসবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেটে কয়েকজন নারীর শ্লীলতাহানির ঘটনা ‘কথিত’ উল্লেখ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এর দালিলিক প্রমাণ চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) যৌন হয়রানি প্রতিরোধ কমিটি।

 

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথে কথিত অপ্রীতিকর যৌন হয়রানির অভিযোগ বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।

 

বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি তদন্ত কাজ শুরু করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্তের স্বার্থে এ সম্পর্কে প্রত্যক্ষদর্শীর প্রামাণিক কোনো তথ্য থাকলে তা কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের দফতরে লিখিতভাবে আগামী এক সপ্তাহ অর্থাৎ, ২৩ এপ্রিল, বৃহস্পতিবারের মধ্যে অফিস চলাকালীন সময়ে জমাদানের জন্য অনুরোধ করা যাচ্ছে।

Share this post

scroll to top
error: Content is protected !!