DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

তিরস্কার করেছে সংসদীয় কমিটি: বিটিসিএলে সাড়ে ১১ কোটি টাকার অনিয়ম

 

1415283408বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) প্রায় সাড়ে ১১ কোটি টাকার অনিয়মের প্রমাণ পেয়েছে সংসদীয় কমিটি। অর্থ মন্ত্রণালয়ের অনুমতি না নিয়েই প্রতিষ্ঠানটিতে কর্মরতদের ইনসেনটিভ বোনাস দেয়া, ঠিকাদারের বিল হতে আয়কর না নেয়া এবং সম্পূরক শুল্ক আদায় না করাসহ বিভিন্নভাবে সরকারের এ বিপুল পরিমাণ টাকা ক্ষতি হয়।

 

উদ্দেশ্যমূলকভাবে এসব করায় বিটিসিএলকে তিরস্কার করেছে কমিটি। বৃহস্পতিবার সংসদ ভবনে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির ১২তম বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিটিসিএলের ২০০৮-০৯ এবং  ২০০৭-০৮ অর্থবছরের হিসাব সম্পর্কিত মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট নিয়ে আলোচনা হয়।

 

কমিটি সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বিটিসিএলের কর্মকর্তা, কর্মচারীকে ইনসেনটিভ বোনাস বাবদ প্রায় ২ কোটি ৬৩ লাখ ৬৯ হাজার টাকা পরিশোধ করা হয়েছে বলে অডিট আপত্তিতে উল্লেখ করা হয়। এ ছাড়া বিভিন্ন সংস্থা এবং ব্যক্তির কাছে টেলিফোনের বকেয়া বিল বাবদ প্রায় ২ কোটি ৭০ লাখ ৭২ হাজার টাকা অনাদায়ী বলে অডিট আপত্তিতে উল্লেখ করা হয়। আগামী ত্রিশ দিনের মধ্যে এসব অনাদায়ী বিল আদায় না হলে সংযোগ বিচ্ছিন্নের সুপারিশ করে সংসদীয় কমিটি।

 

বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল দেয়ার সময় আয়কর কেটে না রাখায় সরকারের প্রায় ১৬ লাখ ৩৩ হাজার টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। ওই সময়ের মধ্যে বৈদেশিক মালামাল ছাড়ের জন্য অগ্রিম সম্পূরক শুল্ক বা  সিডি ভ্যাটের উদ্বৃত্ত প্রায় ৬ কোটি ২ লাখ ৮১ হাজার টাকা ফেরত আনা হয়নি। এ জন্য আগামী সাত দিনের মধ্যে অনাদায়ী টাকা আদায়ের সুপারিশ করেছে কমিটি। ওই সময়ের মধ্যে আরেকটি ঠিকাদারি ও সরবরাহকারী প্রতিষ্ঠানের বিল থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় না করায় ১০ লাখ ৯৩ হাজার ৮৮ টাকা রাজস্ব ক্ষতি হয়। এ টাকাও আগামী ৩০ দিনের মধ্যে আদায়ের সুপারিশ করেছে কমিটি।

 

কমিটির সভাপতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য আবদুস শহীদ, মোহাম্মদ আমান উল্লাহ, আ. ফ. ম. রুহুল হক, আফসারুল আমীন, শামসুল হক টুকু, এ. কে. এম. মাঈদুল ইসলাম, রুস্তম আলী ফরাজী এবং বেগম ওয়াসিকা আয়েশা খান বৈঠকে অংশ নেন। এ ছাড়া সিঅ্যান্ডএজি মাসুদ আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস উপস্থিত ছিলেন। 

Share this post

scroll to top
error: Content is protected !!