বৃহস্পতিবার ও রবিবার সারাদেশে জামায়াতের পূর্নদিবস হরতাল

download-110আগামীকাল বৃহস্পতিবার ও রবিবার সারাদেশে পূর্নদিবস হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।

একই সঙ্গে শুক্রবার সাঈদীর জন্য দোয়া এবং পরদিন শনিবার সারাদেশে বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে।বুধবার দুপুর সোয়া ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন।

ঘোষিত কর্মসূচি ‘গণতান্ত্রিক‘ ও ‘নিয়মতান্ত্রিক’ পন্থায় এবং ‘শান্তিপূর্ণ’ উপায়ে পালন করার জন্য ধর্মপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বন জানানো হয়েছে।

Share this post

scroll to top