DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

রাজধানীর সব ফল দোকান বৃহস্পতিবার থেকে বন্ধ

capital shopরাজধানীর সব ফলের দোকান পুরোপুরি ফরমালিনমুক্ত না হওয়া পর্যন্ত ঢাকা মহানগর ফল ব্যবসায়ীরা আগামী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য তাদের ব্যবসা বন্ধ রাখার অঙ্গীকার করেছেন।

তারা জানান, যতদিন পর্যন্ত রাজধানীর সব ফল যেমন— আপেল, আঙ্গুর, কমলা, মাল্টা, কলা, পেঁপে, আম, লিচু, জাম প্রভৃতি ফরমালিনমুক্ত না হবে, ততদিন পর্যন্ত তারা কোনো ধরনের ফল বিক্রি করবেন না।

এজন্য তারা বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য তাদের ব্যবসা বন্ধ রাখার অঙ্গীকার করেছেন। মহানগর ফল ব্যবসায়ীরা জানান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ইতিমধ্যে রাজধানীর প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে ফলবাহী গাড়িতে ফরমালিন শনাক্তকরণ কাজ শুরু করেছে।

এরই মধ্যে তারা বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ ফরমালিনযুক্ত ফল ধ্বংস করেছে। অথচ এসব ফলে যে ফরমালিন ছিল তা ব্যবসায়ীরা জানতেন না বলে জানান।

ফল ব্যবসায়ীরা আরও জানান, তারাও ফরমালিনমুক্ত ফল বিক্রি করতে চান। কিন্তু সমস্যা হলো তারা রাজধানীর বাবুবাজারের মতো ফলের পাইকারি বাজার থেকে নানা ধরনের ফল কিনে এনে দোকানে বিক্রি করে থাকেন।

যদি ফলের পাইকারি আড়তে ফরমালিন খোঁজা হতো তাহলে তারা সেখান থেকে ফরমালিনমুক্ত ফল কিনতে পারতেন। কিন্তু তা না করে তাদের মতো খুচরা দোকানে ফরমালিন শনাক্ত করার নামে তাদের ব্যবসা লাটে উঠেছে।

ব্যবসা বন্ধ হয়ে তারা এখন নিঃস্ব হওয়ার পথে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন, রাজধানীর সব ফল ফরমালিনমুক্ত না হওয়া পর্যন্ত তারা আর কোনো ধরনের ফল বিক্রি করবেন না। এজন্য আগামীকাল থেকে তারা অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখবেন এবং যতদিন পর্যন্ত ফরমালিনমুক্ত না হবে ততদিন তারা এ কর্মসূচি চালিয়ে যাবেন।

ফল ব্যবসায়ীরা জানান, ‘আমরা ব্যবসায়ীরাও বাঁচার মতো বাঁচতে চাই, ফরমালিনমুক্ত ফল বিক্রি করতে চাই।’

Share this post

scroll to top
error: Content is protected !!