DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

করাচি বিমান বন্দরে ফের হামলাঃ৫ জন নিহত, সব ফ্লাইট বন্ধ

image_85707_0করাচি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা পাকিস্তানি এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স অ্যাকাডেমির বাইরে হামলা চালিয়েছে জঙ্গিরা৷ শেষ পাওয়া খবর অনুযায়ী এতে পাঁচজন নিরাপত্তা কর্মী নিহত হন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী৷



সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, থেকে থেকে ওই অ্যাকাডেমির সামনে থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে৷ তাৎক্ষণিকভাবে করাচি বিমানবন্দরে সব ফ্লাইট চলাচলও বন্ধ হয়ে গেছে৷



পাকিস্তানের একটি টেলিভিশন জানিয়েছে , ওই এলাকায় তিন জন জঙ্গি প্রবেশ করেছে এবং তাদের ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী৷ এ হামলার ঘটনা এটাই প্রমাণ করে যে পাকিস্তানে তালেবান জঙ্গিরা আরো শক্তিশালী হয়ে উঠছে৷



মঙ্গলবার করাচির বিমানবন্দর থেকে বিমানবন্দরে কর্মরত আরো সাতজন শ্রমিকের মৃতদেহ উদ্ধারের পর নিহতদের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে৷ মৃতদেহ পাওয়ার আগে সোমবার মধ্যরাত থেকে নিহতদের স্বজনরা করাচির প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন৷



জানা যায়, বিমানবন্দরের ভেতরে বিস্ফোরণের আগে নিহত শ্রমিকরা তাদের স্বজনদের জানিয়েছিলেন যে, তারা একটি গুদামে লুকিয়ে আছেন৷ আর তারপরই বিস্ফোরণের শব্দ পান স্বজনরা৷



প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রী ডক্টর সাগির আহমেদ সাংবাদিকদের জানান, তারা ওই সাতজন কর্মীর পোড়া মৃতদেহ উদ্ধার করেছেন৷ বিমানবন্দরের একজন নিরাপত্তাকর্মী এখনো নিখোঁজ৷ যে টার্মিনাল দিয়ে হজযাত্রীরা মক্কায় যাওয়ার বিমানে ওঠেন, তালেবানরা সেই টার্মিনাল দিয়েই বিমানবন্দরে প্রবেশ করেছিল৷



বিমানবন্দরের ১১ নিরাপত্তাকর্মী ওই হামলায় নিহত হন৷ নিহতদের একজন আধাসামরিক রেঞ্জার, একজন পুলিশ এবং ১৪ কর্মী ও ১০ জন তালেবান৷ গত সেপ্টেম্বর মাসে পেশাওয়ার শহরে একটি হামলায় ৪২ জন নিহত হওয়ার পর, এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা পাকিস্তানে৷



তালেবানের ঘাঁটিতে হামলা

ওদিকে মঙ্গলবার পেশাওয়ারে তালেবানের ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী৷ এ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি৷ সেনাবাহিনীর দাবি, ওই অভিযানে তারা তালেবানদের সব ঘাঁটি গুড়িয়ে দিয়েছে৷



বিশেষজ্ঞদের মতামত

বেশিরভাগ বিশেষজ্ঞের ধারণা, করাচি হামলার পর তালেবানের সঙ্গে শান্তি আলোচনার সব পথ বন্ধ হয়ে গেল৷ এই পরিস্থিতি সামলাতে সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে বলে জানান তারা৷



এদিকে উত্তর ওয়াজিরিস্তান থেকে সব বেসামরিক নাগরিককে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার৷ সেখানে আরো বড় ধরনের অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে তাদের৷



তালেবানের প্রতিক্রিয়া

তেহরিক-ই-তালিবান অফ পাকিস্তান বা টিটিপি জানিয়েছে, সোমবারের ওই হামলা নভেম্বর মাসে মার্কিন ড্রোন হামলায় তাদের নেতা হাকিমুল্লাহ মেহসুদের হত্যার প্রতিশোধ৷ তালেবান জঙ্গিরা এরই মধ্যে হুমকি দিয়েছে, এর চেয়ে ভয়াবহ হামলার জন্য যেন প্রস্তুত থাকে সরকার৷



এদিকে সরকার ও তালেবানের এই অবস্থানে গত ৪৮ ঘণ্টায় পেশাওয়ার থেকে ২৫ হাজার মানুষ অন্যত্র পালিয়ে গেছে বলে জানিয়েছে পেশাওয়ার কর্তৃপক্ষ৷



পাকিস্তানের স্থানীয় সময় অনুযায়ী, রোববার মধ্যরাতের পর পুলিশের বেশে কয়েক জঙ্গি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে৷ এরপর শুরু হয় ব্যাপক গুলিবর্ষণ এবং বোমার বিস্ফোরণ৷ তবে মেজর জেনারেল রেজওয়ান আক্তারের নের্তৃত্বাধীন সেনারা পাঁচ ঘণ্টা বন্দুকযুদ্ধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷

Share this post

scroll to top
error: Content is protected !!