DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মোদি-শিরীন সৌজন্য বৈঠক : তিস্তা ও ছিটমহল নিয়ে আলোচনা ,শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ –

2_75420ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। নয়াদিল্লী  সফররত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, এছাড়া মোদির সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি ও ছিটমহল বিনিময় নিয়েও কথা হয়েছে। ভারতের স্থানীয় সময় দুপুর ১টায় মোদির সঙ্গে বৈঠক করে বের হয়ে স্পিকার শিরীন সাংবাদিকদের এসব একথা জানান। শেখ হাসিনার শুভেচ্ছাপত্র মোদির কাছে হস্তান্তর করেছেন বলেও জানান তিনি।

 

স্পিকার শিরীন বলেন, শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, বৈঠকে জাতীয় অনেক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি ও ছিটমহল বিনিময় চুক্তির বিষয় রয়েছে। মোদি জানান, তিনি বিষয়গুলোতে নজর দেবেন। বাংলাদেশের পক্ষ থেকে মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। মোদি এসময় ঢাকায় আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

 

মোদির শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানোকে একটি অনন্য পদক্ষেপ বলে মন্তব্য করেন স্পিকার শিরীন। তিনি বলেন, এতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে। বৈঠক চলাকালে সেখানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক করিম ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ উপস্থিত ছিলেন।

 

এছাড়া স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৫টায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্পিকার শিরীন। এসময় তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। ঢাকার ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটেও দেখা যায়, নয়াদিল্লীতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করেছেন স্পিকার শিরীন।

 

Share this post

scroll to top
error: Content is protected !!