DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দুটি দেশ সফরে যাচ্ছেন এরশাদ

image_451_100141প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে এই মাসেই দুটি দেশ সফরে যাচ্ছেন হুসেইন মুহম্মদ এরশাদ। সফরকালে সরকার ও দেশের ভাবমূর্তি বিদেশীদের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ।

এছাড়া, অচিরেই চীনসহ আরো কয়েকটি দেশও সফর করবেন তিনি। চলতি বছরের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে পর ১২ জানুয়ারি সরকারের মন্ত্রীরা শপথ গ্রহণ করেন।

সেই দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূতের দায়িত্ব পান জাতীয় পার্টির চেয়ারম্যান এবং ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে নানা নাটকের সৃষ্টিকারী হুসেইন মুহম্মদ এরশাদ। দায়িত্ব পাবার কয়েকদিন পর এরশাদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠিও লিখেছিলেন। বলেছিলেন বর্তমান সরকারের ভাবমূর্তি দেশে ও বিদেশে তুলে ধরবেন।

তবে, এর ৪ মাসের বেশি সময় পার হলেও বিশেষ দূত হিসেবে দৃশ্যত কোন কার্যক্রমে দেখা যায়নি এরশাদকে। তবে, একান্ত সাক্ষাৎকারে সময় সংবাদকে এরশাদ জানিয়েছেন, এ মাসেই বিশেষ দূত হিসেবে বিদেশ সফরে যাচ্ছেন তিনি। সফরে জনশক্তি রপ্তানিসহ বিদেশীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবেন প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত। 

Share this post

scroll to top
error: Content is protected !!