DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

তুরস্কে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ নিহত ২০১, আহত ৮০

82464_1তুরস্কের মানিসা প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ২০১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৮০ জন শ্রমিক। এতে আরো ৩০০ জনেরও বেশি শ্রমিক ভিতরে আটকা পড়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার বিকেলে দেশটির পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশের সোমা শহরে এ ঘটনা ঘটে। ব্যক্তি মালিকানাধীন এই খনিটি রাজধানী আঙ্কারা থেকে ৪৫০ কি.মি পশ্চিমে অবস্থিত। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের সময় কয়লা খনিটিতে ৭৮৭ জন কর্মরত ছিলেন। তাদের কেউ কেউ বেরিয়ে আসতে পারলেও আটকা পড়েছেন অধিকাংশ শ্রমিক।

জানা যায়, কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া এ হতাহতের কারণ হতে পারে। তুরস্কের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, উদ্ধারকর্মীরা আটকে পড়া জীবিত ব্যক্তিদের বের করে আনার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং তারা প্রায় ৮০ জনকে আহত অবস্থায় উদ্ধার করতে পেরেছেন। মানিসার মেয়র চেঙ্গিস এরগুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে অবশ্য তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নিহতের সংখ্যা ১৭ বলে উল্লেখ করেছিল। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, ভেতরে শ্বাস-প্রশ্বাস নেওয়া কষ্টকর হয়ে পড়েছে এবং প্রচণ্ড ধুলায় দম বন্ধ হয়ে আসছে।

উদ্ধারকর্মীরা বিশেষ যন্ত্রের সাহায্যে খনিটির ভেতরে অক্সিজেন পাঠাচ্ছেন। হতাহত ও আটকে পড়া খনি শ্রমিকদের আত্মীয়-স্বজনদের পাশাপাশি হাজার হাজার উৎসুক মানুষ খনিটির মুখে ভিড় জমিয়েছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!