DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

সালমান খানের বোন অর্পিতার বিয়ে সামনে

Arpita-Khan-Aayush-Sharma-in-love-in-relationshipহ্যাঁ, নায়ক সালমান খানের বোন তিনি। এবং বর্তমানের হার্ট থ্রব নায়ক অর্জুন কাপুরের প্রেমিকা! তবে জানেন কি, অর্পিতা কিন্তু সালমানের আসল বোন নন! লেখক সেলিম খান ও তার স্ত্রী হেলেনের পালিত কন্যা অর্পিতা।

১৯৮১ সালে মুম্বাইের ফুটপাথ থেকে কুড়িয়ে পাওয়া অর্পিতাকে কখনোই খান পরিবার তাদের অপর সন্তানদের থেকে ভিন্ন চোখে দেখেনি। এবার গল্প হচ্ছে সালমান খানের সেই আদরের ছোট বোন অর্পিতা খান তার দিল্লির প্রেমিক আয়ুস শর্মা সঙ্গে বিবাহের বন্ধনে বাঁধার প্রস্তুতি নিচ্ছেন এই ২০১৫ সালের মধ্যেই। ইতিমধ্যে দুই পরিবারের মধ্যে কথা বার্তা শুরু হয়ে গিয়েছে।

অর্পিতা খানের প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুরের সাথে সম্পর্ক শেষ হওয়ার কিছু দিন পরই তার এক ঘনিষ্ঠ বন্ধুর বাসায় আয়ুস শর্মার সঙ্গে পরিচয় হয় তার। এবং কিছু দিনের মধেই তাদের পরিচয়টি প্রেমের রূপ নিয়ে বিভিন্ন রেস্তরাঁয় ডেটিং রূপে দেখা যেতে থাকে। খান পরিবার সব সময় তাদের সন্তানদের সাথে বন্ধুর মত,তারা এখন আয়ুসকে ও পরিবারের একজন সদস্য হিসাবে ভাবেন। অবশ্য আয়ুশের পরিবারও সে ক্ষেত্রে পিছিেয় নেই, দুই পরিবারই আগামি বছরের মধ্যে তাদের বিবাহ সম্পন্ন করার ইচ্ছা রাখেন। সম্প্রতি খান পরিবার শিমলায় ছুটি কাটানোর সময় দুই পরিবারকে এক সাথে দেখা যায়

। আয়ুস যিনি অভিনয়কে তার পেশা হিসাবে নিতে চান তার জন্য সালমান খানের ছোট্ট বোন একটি বড় ব্রেক বলে মিডিয়া সমালোচকরা জানান। খান পরিবারের বাকি জুটিগুলোর মত এই জুটিরও বিবাহিত জীবনে আসুক অনেক সুখ এই কামনা সবার।

 

Share this post

scroll to top
error: Content is protected !!