DMCA.com Protection Status
title="শোকাহত

চার জেলায় ছয় অপহরণঃ সুনামগঞ্জ থেকে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা গাড়ি চালকসহ নিখোজ

mujjib-33নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় দেশব্যাপী তোলপাড় চললেও থামছে না অপহরণের ঘটনা। রবিবার রাতে যুক্তরাজ্য শাখা বিএনপির সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব (৫৬) তার গাড়িচালকসহ নিখোঁজ হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

 

এদিকে চট্টগ্রামের হাটহাজারীতে সোমবার সকালে ব্যবসায়ী হাফিজুর রহমানকে (৪৪) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া মঙ্গলবার বরগুনার পাথরঘাটায় হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষক সুভাষ চন্দ্র ভট্টাচার্য ও নাসিরউদ্দিনকে দিনেদুপুরে বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই দিন দুপুরে সিলেটের আম্বরখানা শাখা আল আরাফা ব্যাংকের প্রহরী ইব্রাহিম খলিলুল্লাহ ৮০ হাজার টাকাসহ নিখোঁজ হয়েছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

 

সুনামগঞ্জে বিএনপি নেতা নিখোঁজ যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব তার গাড়ির চালকসহ নিখোঁজ হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। রবিবার রাত থেকে ওই নেতা ও তার গাড়ির চালকের মুঠোফোন বন্ধ রয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

জেলা বিএনপির নেতারা শহরের নন্দন প্লাজায় বেলা একটার দিকে সংবাদ সম্মেলনে জানান, বিএনপির নেতা মুজিবুর রহমান রবিবার সুনামগঞ্জ শহরের শহীদ মিনারে বিএনপির গণঅনশন কর্মসূচিতে যোগ দেন।

 

বিকালে তিনি তার ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো-গ-২৭-৪৬৯৮) নিয়ে সিলেটে রওনা দেন। এরপর থেকে চালক রেজাউল হকসহ (৩২) তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

মুজিবুর রহমানের গ্রামের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সুলতানপুর গ্রামে। সুনামগঞ্জ শহরের হাজিপাড়া এবং সিলেট শহরে মুজিবুর রহমানের বাড়ি রয়েছে।

 

জিডিতে মুজিবুর রহমানের আত্মীয় রবিউল ইসলাম উল্লেখ করেন, রবিবার বিকালে তিনি সিলেটের উদ্দেশে রওনা হন। এরপর রাত সাড়ে আটটা থেকে তার মুঠোফোন বন্ধ। সব জায়গায় খোঁজাখুঁজি করা হলেও তাদের কোনো হদিস পাওয়া যায়নি।

 

রবিউল ইসলাম আরও জানান, মুজিবুর রহমান স্ত্রী-সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে বসবাস করেন। ছয় মাস আগে তিনি একা দেশে এসেছিলেন। রবিবার বিকালে সুনামগঞ্জ থেকে সিলেটে রওনা হওয়ার আগে তার ভাতিজা আবুল হোসেনের সঙ্গে ফোনে কথা হয়। পরে রাতে আবুল হোসেন আবার তাকে ফোন করলে তার ও গাড়িচালকের ফোন বন্ধ পাওয়া যায়।

 

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা ৪৮ ঘণ্টার মধ্যে জীবিত এবং সুস্থ অবস্থায় মুজিবুর রহমানের সন্ধান চাই। বুধবার সকালে এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে শহরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

 

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওয়াকিফুর রহমান গিলমান, আবদুল লতিফ, নাদির আহমদ, আসম খালিদ, রেজাউল হক, আবুল মনসুর শওকত, পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান এবং গাড়িচালক রেজাউল হকের বাবা ওয়াহিদুল হক উপস্থিত ছিলেন।

 

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান বলেন, ‘দুজন ব্যক্তির মোবাইল ফোন দুদিন ধরে বন্ধ পাওয়া যাচ্ছে, থানায় এ রকম একটি জিডি হয়েছে। এখানে বিএনপির কোনো নেতার কথা উল্লেখ নেই। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

 

এদিকে এ ঘটনায় ছাতক পৌর শহরে মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএনপি। মোশতাক আহমদের সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপি নেতা সৈয়দ তিতুমীর, মোশতাক আহমদ, গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, শামছুর রহমান শামছু, অধ্যাপক শফিকুল আলম মতি প্রমুখ।

 

হাটহাজারীতে ব্যবসায়ী অপহৃত চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার নুর মসজিদ এলাকা থেকে হাফিজুর রহমান নামে এক প্রতিষ্ঠিত রড-সিমেন্ট ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে হাটহাজারী মডেল থানায় জিডি করা হয়েছে।

নিখোঁজ ব্যবসায়ী হাফিজুর রহমানের স্ত্রী কুলসুমা রাজিয়া জানান, সোমবার সকাল আটটার দিকে তিনি ঘর থেকে বের হয়ে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স মুক্তা ট্রেডাসের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাছাড়া তিনি ঘর থেকে বের হওয়ার সময় মোবাইল ফোন নিয়েও বের হননি।

 

হাফিজুর রহমানের মেয়ে-জামাই ইব্রাহীম বলেন, মঙ্গলবার সকালে অপরিচিত একটি নম্বর থেকে আমার শ্বশুরের ফোনে কল করে তিনি কোথায় আছে জানতে চান। তাছাড়া ওই ফোন থেকে অনেকটা উত্তেজিত হয়ে থানায় কেন জিডি করা হয়েছে এ ব্যাপারে জানতে চেয়েছিলেন।

তিনি আরও বলেন, ওই ফোন থেকে কোনো পরিচয় না দিয়ে দুজন ব্যক্তি কথা বলেছিলেন। এসময় তারা আমার শ্বশুরের কাছ থেকে টাকা পাবেন বলে উল্লেখ করেন। এসময় আমি তাদের পরিচয় জানতে চাইলে তারা পরিচয় না দিয়ে একবার চট্টগ্রাম নগরীর মুরাদপুর আবার হাটহাজারী থেকে বলছি বলে ফোনটা কেটে দেন।

হাটহাজারী মডেল থানার ওসি ইসমাইল বলেন, জিডির সূত্র ধরে পুলিশ অনুসন্ধানে তত্পরতা চালাচ্ছে। তবে এ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

পাথরঘাটায় দুই শিক্ষককে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা : বরগুনার পাথরঘাটায় হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভিতর থেকে মঙ্গলবার দুপুর দেড়টায় ৮-১০ যুবক মোটরসাইকেলে করে দুই শিক্ষক সুভাষ চন্দ্র ভট্টাচার্য ও নাসিরউদ্দিনকে ধরে নিয়ে যায়। এরপর থেকে তাদের মুঠোফোন বন্ধ রয়েছে। এ দুই শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য।

সভাপতি নির্বাচনে তাদের ভোট প্রদানের ক্ষমতা রয়েছে। নির্বাচিত সদস্যদের ভোটে বুধবার ওই বিদ্যালয়ের সভাপতি নির্বাচনের তারিখ ধার্য রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম আহসান অপহরণের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মঙ্গলবার প্রতিদিনের মতো শিক্ষকরা নিজনিজ ক্লাসে পাঠদান করছিলেন। দুপুর দেড়টার দিকে শিক্ষক নাসিরউদ্দিনকে লাইব্রেরি থেকে এবং সুভাষ চন্দ্র ভট্টাচার্যকে ক্লাসে যাওয়ার পথে বিদ্যালয়ের সাবেক সভাপতি নিজামুল হক চুন্নুর ছেলে মো. লিচ তাদের কথা শোনার জন্য ডাক দেয়। কিছুক্ষণ পরই ৮ থেকে ১০ জনের একটি দল মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ের মূল ফটক থেকে তাদের অপহরণ করে নিয়ে যায়।

 

প্রধান শিক্ষক শামিম আরও জানান, বিষয়টি তাত্ক্ষণিক পাথরঘাটা থানার ওসিকে জানানো হয়েছে। তাত্ক্ষণিক পুলিশ লিচের বাড়ি তল্লাশি করলেও দুই শিক্ষককে উদ্ধার করতে পারেনি।

পাথরঘাটা থানার ওসি জিএম শাহনেওয়াজ বলেন, তাত্ক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই শিক্ষককে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

 

সিলেটে ব্যাংকের প্রহরী নিখোঁজ সিলেট নগরীর আম্বারখানা শাখা আল আরাফা ব্যাংকের প্রহরী ইব্রাহিম খলিলুল্লাহ মঙ্গলবার দুপুর ১টার দিকে নিখোঁজ হন। ব্যাংকের নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নানের ব্যক্তিগত ৮০ হাজার টাকা সাউথইস্ট ব্যাংক চৌহাট্টি শাখায় জমা দিতে যাওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

 

এদিকে ইব্রাহিম খলিলুল্লাহর ব্যবহূত বাইসাইকেল সিলেট নগরীর চৌহাট্টা থেকে উদ্ধার করা হয়েছে। বাইসাইকেল থেকে নামিয়ে একটি সিএনজি অটোরিকশায় ইব্রাহিমকে কয়েকজন যুবক তুলে নিয়ে যেতে দেখেছেন স্থানীয় কয়েকজন।

 

তবে ওই প্রহরী অপহরণ হয়েছেন, নাকি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ ইব্রাহিমের সন্ধানে অভিযান চালাচ্ছে বলে জানান কাতোয়ালী থানার ওসি আতাউর রহমান।

 

Share this post

scroll to top
error: Content is protected !!