DMCA.com Protection Status
title="শোকাহত

নারায়নগন্জের অপহৃত ব্যবসায়ী সাইফুল সাভার থেকে উদ্ধার

220140503010123নারায়ণগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী সৈয়দ সাইফুল ইসলামকে ঢাকার সাভার থেকে উদ্ধার করা হয়েছে। 

চোখ ও হাত-পা বাঁধা অবস্থায় জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাইফুলকে উদ্ধার করে র‌্যাব পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

সাড়ে ১১টার দিকে একটি মাইক্রোবাসে করে হাত-পা বাঁধা অবস্থায় সাইফুল ইসলামকে ফেলে রেখে যায় অপহরণকারীরা। পরে স্থানীয়রা র‌্যাব-৪ কে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করে। 

তখন সাইফুল ইসলাম অসুস্থ ছিলেন।

এদিকে, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুল জানান, সাইফুল ইসলাম অপহরণের ঘটনায় ঢাকার যাত্রাবাড়ী থেকে শুক্রবার রাতে নূরজাহান নামের এক মহিলাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

তিনি বলেন, সাইফুল ইসলামকে নারায়ণগঞ্জে এনে অপহরণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

 সাইফুল ইসলাম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড় এলাকার একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক। বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সাইফুলকে অপহরণ করা হয়েছে। কারণ তাদের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল ৮টা থেকে রাস্তা অবরোধ করে স্থানীয় জনতা, ব্যবসায়ী ও সাইফুলের স্বজনরা। তারা সাইফুলকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার দাবি করেন। 

 

Share this post

scroll to top
error: Content is protected !!