DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ভারত ছাড়ছে ওয়ালমার্ট

 image_88612_0ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। চলতি বছর ভারতী এন্টারপ্রাইজের সঙ্গে ওয়ালমার্টের যৌথ উদ্যোগে রিটেল চেন শপ খোলার কথা থাকলেও রাজনৈতিক বিরোধিতার মুখে তা আর হচ্ছে না।  

বেশ কয়েক বছর ধরে যৌথ ব্যবসায় যুক্ত থাকলেও ভারতী-ওয়ালমার্ট চুক্তির বৈধতা ও কর ফাঁকি নিয়ে বিতর্ক চলমান বাণিজ্যের ক্ষেত্রেও প্রভাব ফেলেছে বলে মনে করেন বাজার বিশেষজ্ঞরা। এর ফলে ১৫১ লাখ ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে ২০১৪ সালে প্রকাশিত ওয়ালমার্টের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার এবং বিজেপি দেশটিতে খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পক্ষে। কিন্তু সিপিএম এবং তৃণমূল কংগ্রেস এই পদক্ষেপের বিরুদ্ধে প্রবল আপত্তি তোলে।

তীব্র রাজনৈতিক বিরোধিতা আর দীর্ঘ দিনের ব্যবসায়িক অংশীদার ভারতীর সঙ্গে সম্পর্কের ভাঙন ভারতে ওয়ালমার্টের বিদায় নিশ্চিত করেছে।

পৃথিবীর বৃহত্তম রিটেল চেনের হঠাৎ ভারতীয় বাজার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত দেশটির অর্থনীতিতে বেশ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

বিশ্ববিখ্যাত আমেরিকান ব্র্যান্ড ওয়ালমার্ট বাংলাদেশেও দুই শতাধিক কারখানা থেকে তৈরিপোশাক ক্রয় করে থাকে। সাভারে রানা প্লাজা ধসের পর ওয়ালমার্ট বাংলাদেশে প্রায় তিনশ গার্মেন্টস কারখানা পরিদর্শন কার্যক্রম হাতে নেয়।

Share this post

scroll to top
error: Content is protected !!