DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মাইক্রোসফটের ত্রুটি ধরল ৫ বছরের বিষ্ময় বালক!

article-2597518-1cd8a70200000578-92_634x372_52927_64645ক্রিস্টোফার ভন হ্যাসেলকে 'নিরাপত্তা গবেষক' এর স্বীকৃতি দিয়েছে এই সফটওয়্যার জায়ান্ট। মাইক্রোসফটের টির গেমিং সফটওয়্যার এক্সবক্সের নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করলো সে। আর তাই হ্যোসেল এর এই চৌকস বুদ্ধিমত্তাকে স্বাগত জানিয়ে তাকে এই স্বীকৃতি দেয়া হয়েছে। মার্কিন এই শিশুর বয়স মাত্র পাঁচ বছর।

বাবার অ্যাকাউন্টে ভুল পাসওয়ার্ড দিয়েও প্রবেশ করতে পারার মতো নিরাপত্তা ত্রুটিটি ধরে ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো শহরের এই শিশুটি। বাবার এক্সবক্স নিয়ে গেম খেলার সময় সে এই ত্রুটি খুঁজে পায়।

হ্যাসেল জানায়, এক্সবক্সে গেম খেলার সময় সে দেখতে পায় ভুল পাসওয়ার্ড দিয়েও বাবার এক্সবক্স অ্যাকাউন্টে অবৈধ অনুপ্রবেশ করা সম্ভব। এই ক্ষেত্রে গতানুগতিক পাসওয়ার্ডের বদলে শুধু স্পেসবার ব্যবহার করলেই এক্সবক্স লাইভ অ্যাকাউন্টে সহজেই প্রবেশ করা যাচ্ছিল। ত্রুটিটি ধরা পড়ার পর তিনি মনে করেছিলেন কেউ তাদের এক্সবক্সটি চুরি করতে পারে। বিষয়টি তার বাবাকে জানানোর পর তিনি তা মাইক্রসফটকে জানান।

download (17)বিষয়টি তদন্ত করে ত্রুটির সত্যতা খুঁজে পায় মাইক্রোসফট। পরবর্তীতে এই ত্রুটি মেরামতের পাশাপাশি ক্রিস্টোফারকে নিরাপত্তা গবেষকের খেতাব দেয় মাইক্রোসফট। এছাড়াও তাকে ৫০ মার্কিন ডলারের ফ্রি গেম এবং এক বছরের জন্য এক্সবক্স লাইভ’এ বিনামূল্যে প্রবেশাধিকার পুরস্কার দেয়।

এক্সবক্সে কখনো ভুল পাসওয়ার্ড দিলে দ্বিতীয় আরেকটি উইন্ডো এসে ব্যবহারকারীকে সঠিক পাসওয়ার্ডটি দিতে অনুরোধ জানায়। হ্যাসেলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। কিন্ত দ্বিতীয় উইন্ডোতে একটি স্পেস চাপতেই পাসওয়ার্ড ঘরটি পূর্ণ হয়ে বাবার অ্যাকাউন্টের প্রবেশাধিকার পেয়েছিল হ্যাসেল।

Share this post

scroll to top
error: Content is protected !!