DMCA.com Protection Status
title="শোকাহত

প্রশাসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল

 

9680

 প্রশাসনের বেশ কিছু গুরুত্বপূর্ণপদে রদবদল করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর
 রহমানকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। এ ছাড়া তিনজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং একজন জেলা প্রশাসককে বদলি করা হয়েছে। বুধবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
 
এ ছাড়া প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলামকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. জিন্নাতুল হককে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
 
একই প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, নোয়াখালী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিনকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আলমকে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার করা হয়েছে।
 
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের উপসচিব মেজবাহ উদ্দিনকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল মান্নানকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়েছে। 
 

Share this post

scroll to top
error: Content is protected !!