DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

দলবদলে বার্সা যাদের কিনতে চায়

image_82606_0সাম্প্রতিক সময়ে বার্সেলোনার রক্ষণ ভাগ যেন লখিন্দরের বাসরঘরে পরিণত হয়েছে! তীব্র স্রোতের কোন আক্রমণ আসলেই হ-য-ব-র-ল হয় জেরার্ড পিকে, দানি আলভেস কিংবা হাভিয়ের মাসচেরানোদের। ফলশ্রুতিতে অনিবার্য গোল হজম।

সেজন্য দলটির সমর্থকদের মনে অনেক খেদ রয়েছে। বিষয়টি ভাবিয়ে তুলেছে বার্সার টিম ম্যানেজম্যান্টকেও। তাই আসছে মৌসুমে মাঝমাঠ ও রক্ষণে দলকে শক্তিশালী করতে চায় কাতালন ক্লাবটি। এজন্য খেলোয়াড় কেনার জন্য নিজেদের সম্ভাব্য একটা ওয়ান্ট লিস্টিও তৈরি করেছে তারা। বার্সা বস জেরার্ডো টাটা মার্টিনো ও ক্লাব পরিচালক মিলেই এই ফর্দ তৈরি করেছেন।

ইএসপিএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে টাটা মার্টিনো ও সান্দ্রো রোসেলের চাওয়া আট জন খেলোয়াড়ের একটি তালিকা পাওয়া গেছে। ওই আট জন হলেন- ম্যানসিটির সার্জিও আগুয়েরো, লাজিওর মিরোস্লাভ ক্লোসে, অ্যাটলেটিকো মাদ্রিদের আরদা তুরান ও ফেলিপ্পো লুইস, বরুশিয়া ডর্টমুন্ডের ইকায় গুনডোগান ও মার্ক সুবোটিক, এস্তোদিয়ান্তসের সান্তিয়াগো ভারজিনা ও বোটাফগোর ম্যাথিউস দরিয়া। তাছাড়া বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড টমাস মুলার ও চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইসের দিকেও নজর থাকবে লিওনেল মেসি-নেইমারের ক্লাবের।

জানুয়ারির দলবদলে বার্সার প্রাধান্য পাওয়া সেক্টর হবে ডিফেন্সকে শক্তিশালী করা। বিভিন্ন সময় আলাপচারিতায় তা স্পষ্ট করেছেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর জুবিজারেতা ও ম্যানেজার টাটা মার্টিনো। এজন্য তাদের পছন্দ জার্মান দল বরুশিয়া ডর্টমুন্ডের বসনিয়ান ডিফেন্ডার সুবোটিক, আর্জেন্টাইন ভারজিনা ও তিন ব্রাজিলিয়ান ফেলিপ্পো লুইস, ডেভিড লুইস ও ম্যাথিউস দরিয়াকে।

আর মিডফিল্ডে আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি হার্নান্দেজদের সঙ্গে যোগ করতে চাওয়া সম্ভাব্য দুই টার্গেট হলো- অ্যাটলেটিকো মাদ্রিদের টার্কিশ মিডফিল্ডার তুরান ও গুনডোগান। তুরান চলতি লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদের দলটির হয়ে বেশ নজর কেড়েছেন। তবে জার্মানির উঠতি মিডফিল্ডার গুনডোগান অনেকদিন ধরে ইনজুরির সঙ্গে লড়াই চালাচ্ছেন। বার্সার বাকি সব টার্গেটের মধ্যে ইংল্যান্ডে খেলা ডেভিড লুইস ও আগুয়েরোও ছন্দের শিখরে আছেন। যারা জাতীয় দল ও ক্লাব হয়ে প্রতিনিয়ত নিজেদের প্রমাণ করে চলেছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!