DMCA.com Protection Status
title="শোকাহত

বিড়াল খেয়ে ফেললো নওয়াজ শরীফের পোষা ময়ূর, ৩ পুলিশ বরখাস্তঃ

image_82736_0পাকিস্তান এমন একটি দেশ যেখানে প্রায় প্রতিদিনই বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে। সেখানে প্রধানমন্ত্রীর এক পোষা ময়ুরের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তিন পুলিশ সদস্যকে সাময়িকভাবে চাকুরিচ্যূত করা হয়েছে।

 
এক দস্যি বিড়াল নওয়াজ শরীফের খামারবাড়ির পোষা ময়ূরটিকে খেয়ে ফেলে বলে জানা গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে তিন পুলিশকে বরখাস্ত করা হয়েছে।
 
স্থানীয় পত্রিকার বরাত দিয়ে বিবিসি জানায়, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের খামারবাড়ির আঙ্গিনায় মৃত ময়ূরের দেহাবশেষ পড়ে থাকতে দেখেন বাগানের মালি।ময়ূরগুলো এখানেই স্বাধীনভাবে বিচরণ করে থাকে। ঘটনা প্রকাশ পাওয়ার পর সেদিন রাতে মন্ত্রীর বাড়িতে দায়িত্ব পালনকারী ২১ কনস্টেবলকে তলব করা হয়। তাদের কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়। চাকুরীচ্যূত এক পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিড়াল যে ময়ূরটিকে সাবড়ে দিবে এটি তারা বুঝতে পারেননি।
 
তলবকারী ২১ জনের মধ্যে ১৮ জনকে নির্দোষ হিসেবে ছাড়পত্র দেয়া হয়। তবে ঘটনার দিন রাতে ওই আঙ্গিনায় প্রহরারত তিন পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
 
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের খামারবাড়িটি লাহোরের শেষ প্রান্তে রাইউইন্ড এলাকায় অবস্থিত।

Share this post

scroll to top
error: Content is protected !!