DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মার্কিন ক্যাপিটল ভবন অন্ধকারে, কয়েক হাজার লোক বিদ্যুত্হীন

মার্কিন ক্যাপিটল ভবন এবং ওয়াশিংটনের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা বুধবার কিছু সময়ের জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। প্রচণ্ড দমকা হাওয়ার কারণে ওই এলাকার হাজার হাজার লোকের বাড়িঘর বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর এএফপি'র।

জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, এ সময় যুক্তরাষ্ট্রের রাজধানীতে ঘণ্টায় ৪৭ মাইল (৭৬) বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এক্ষেত্রে তাপমাত্রা সর্বোচ্চ ৬৯ ডিগ্রি ফারেনহাইট থেকে কমে ২১ ডিগ্রি ফারেনহাইটে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় আবহাওয়া সার্ভিস জানায়, দমকা হাওয়া ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ মাইল পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এতে গাছপালা ও বিদ্যুতের লাইন উপড়ে পড়তে এবং বড় বড় যানবাহন চলাচল ব্যাহত হতে পারে। ক্যাপিটল ভবন প্রায় ৩০ মিনিট ধরে অন্ধকারে নিমজ্জিত থাকাকে একটি বিরল ঘটনা হিসাবে দেখা হচ্ছে। প্রলম্বিত শীতের কবল থেকে এলাকাবাসী যখন মুক্ত হচ্ছিল তখন শক্তিশালী এ ঝড় আরো দুর্ভোগ বয়ে এনেছে।

বিদ্যুত্ সংস্থা ডেমিনিয়ন পাওয়ার জানায়, ভার্জিনিয়ার উপকণ্ঠে দমকা হাওয়ায় ৩৮ হাজারের বেশি গ্রাহকের বাড়িঘর বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাল্টিমোর গ্যাস ও ইলেট্রিক জানায়, মেরিল্যান্ড উপকণ্ঠে ২০ হাজার গ্রাহক বিদ্যুত্ সেবা পাচ্ছে না।

Share this post

scroll to top
error: Content is protected !!