DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

দিল্লির চলন্ত বাসে গনধর্ষণ:সেই ৪ ধর্ষকের ফাঁসি হাইকোর্টে বহাল

13TH_GANGRAPE_1786886eদিল্লি গণধর্ষণ কাণ্ডে বিচারিক আদালত দোষি সাব্যস্ত চার আসামির মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখল দিল্লি হাইকোর্ট। ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির রাজপথে বাসে গণধর্ষণ ও বীভৎস যৌন অত্যাচারের শিকার হন ২৩ বছরের প্যারা মেডিক্যাল ছাত্রী নির্ভয়া।
ঘটনার পর টানা ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান নির্ভয়া।
 
গত বছর মুকেশ,বিনয় শর্মা,পবন ও অক্ষয় ঠাকুর এই চার অপরাধীকে ফাঁসির হুকুম শুনিয়েছিল নিম্ন আদালত। বৃহস্পতিবার হাইকোর্টও এই রায় রাখলো। দিল্লির এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র ভারতের নাগরিক সমাজ ক্ষোভে ফেটে পড়েছিল।দিনের পর দিন প্রতিবাদে শামিল হয়েছিলেন হাজার হাজার মানুষ। মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের জেরে নতুন আইন প্রণয়নে বাধ্য হয় ভারত সরকার।
 
হাইকোর্ট বৃহস্পতিবারের রায়ে দিল্লির অপরাধকে ভারতের ইতিহাসে বিরল বলে আখ্যা দিয়েছে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এই চার অপরাধী দিল্লি হাইকোর্টে আবেদন করে। তাদের সে আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। এই ঘটনায় পঞ্চম অপরাধী বাস ড্রাইভার রাম সিং গত বছর মার্চ মাসে জেলের মধ্যেই আত্মহত্যা করে। বর্তমানে চার অপরাধী তিহার জেলে কড়া নিরাপত্তায় রয়েছে। দিল্লি গণধর্ষণ কাণ্ডের ষষ্ঠ অপরাধী ঘটনার সময় নাবালক হওয়ার দরুণ জুভেনাইল আইনের আওতায় তিন বছরের জন্য সংশোধনাগারে রয়েছে।
 

Share this post

scroll to top
error: Content is protected !!