DMCA.com Protection Status
title="শোকাহত

সোনালী ব্যাংকে রোমহর্ষক চুরি ,২ জিএম, ডিজিএম সহ আদমদীঘির সব কর্মকর্তা বরখাস্ত

image_81390_0বগুড়া আদমদীঘি সোনালী ব্যাংক শাখায় সুড়ঙ্গ কেটে চুরির ঘটনায় প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) হাসান ইকবাল, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) ডিএম আফজাল হোসেন, বগুড়ার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সামাদ এবং আদমদীঘির সব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে গত রোববার ব্যাংটির আদমদীঘি শাখা ব্যবস্থাপক ও ক্যাশিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়।

মঙ্গলবার বিকেলে সোনালী ব্যাংকের দুই শাখায় চুরির বিষয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে বার বার এ ধরনের ঘটনা ঘটায় বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের এমডি প্রাদীপ কুমার দত্তকে কারণদর্শানোর নোটিশ দিয়েছেন বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

Share this post

scroll to top
error: Content is protected !!