DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বিশ্বব্যাংককে একহাত নিলেন সজীব ওয়াজেদ জয়

image_81389_0যেকোনো প্রকল্পে ঋণের দেয়ার পর বিশ্বব্যাংকের শর্তের কঠোর সমালোচনা করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘ঋণ দেয়া বিশ্ব ব্যাংকের কাজ, কিন্তু ঋণ দিয়ে যা ইচ্ছে বলবে তা হবে না।’

গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক প্রকল্পে বিশ্ব ব্যাংকের শর্তারোপের বিরোধিতা করে এই সমালোচনা করেন প্রধানমন্ত্রীপুত্র জয়। বিশ্ব ব্যাংকের ঋণ না পাওয়া গেলে নিজেদের অর্থায়নে হাইটেক পার্ক করার কথাও বলেন তিনি। হাইটেক পার্ক পরিদর্শনে বুধবার কালিয়াকৈর যাচ্ছেন জয়। সেখানে পরিদর্শন শেষ সংবাদ সম্মেলন করবেন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি ভবনের আইসিটি বিভাগ পরিদর্শনে যান জয়। সেখানে তিনি ই-ফাইলিং সিস্টেমের উদ্বোধন এবং বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানেই উপরোক্ত কথা বলেন।

এসময় কালিয়কৈর হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক আ ন ম শফিকুল ইসলাম প্রকল্পের বিভিন্ন বিষয় জয়ের কাছে তুলে ধরেন। প্রকল্পে শাটল ট্রেনের ব্যবস্থা রাখার কথা উল্লেখ করেন। এছাড়া প্রকল্পের একটি অংশে বিশ্ব ব্যাংকের নানা শর্তের কথাও উল্লেখ করেন।

এর জবাবে জয় বলেন, ‘দেশ আমাদের, হাইটেক পার্কও আমাদের, আমরা যা করতে চাইব, তা-ই হবে। ওয়ার্ল্ড ব্যাংক যা চাইবে, তা হবে না। তাদের কাজ লোন দেয়া। লোন দিয়ে যা ইচ্ছে বলবে তা হবে না। তারা লোন দিচ্ছে, আমরা ফেরত দিবো। বাংলাদেশ ফকিরের দেশ না। বিশ্ব ব্যাংক ঋণ মাগনা দেয় না। তারা ঋণ না দিতে চাইলে আমরা নিজেরাই করবো।’

হাইটেক পার্কের কাছেই রেলস্টেশন রাখার কথাও বলেন জয়। তিনি বলেন, ‘হাইটেক পার্ককে অনেকেই ইপিজেড বানাতে চান। ইপিজেডের মতো শ্রমিকরা সেখানে থাকবে, কিন্তু তা হবে না। হাইটেক পার্ক হবে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, সার্ভিস ইন্ডাস্ট্রি। সেখানে দক্ষ লোক কাজ করবে। তাই শহরের সঙ্গে যোগাযোগের জন্য রেল ব্যবস্থা থাকতে হবে। থাকতে হবে আধুনিক সুযোগ সুবিধা।’

Share this post

scroll to top
error: Content is protected !!