DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আজ প্রখ্যাত গীতিকার জনাব আবু হেনা মোস্তফা কামালের ৭৮তম জন্মজয়ন্তিঃ

index abu henaআজ ১৩ই মার্চ বাংলাদেশের সংগিতাঙ্গনের অন্যতম প্রধান গীতিকার ও গনমাধ্যম ব্যক্তিত্ব প্রয়াত জনাব আবু হেনা মোস্তফা কামালের ৭৮তম জন্মদিন।অনেক বৃষ্টি ঝরে,তুমি এলে,যেনো একমুঠো রোদ্দুর আমার দু চোখ ভরে ,তুমি এলে, রুলা লায়লার কন্ঠে এই বিখ্যাত ও প্রবল জনপ্রিয় গানটির মতো অসংখ্য কালজয়ী গানের রচয়িতা ছিলেন তিনি।ব্যক্তি জীবনে সদাহাস্যোজ্জল এবং অমায়িক এ মানুষ টির বাংলা ভাষার প্রতি প্রগাঢ় ভালবাসা আর শ্রদ্ধাবোধ ছিলো অনুকরনীয়।শহীদ বুদ্ধীজীবী মুনির চৌধুরীর স্নেহ ধন্য প্রিয় ছাত্র হিসাবে তিনি আজীবন শুদ্ধ বাংলা চর্চা ও প্রচার ,প্রসারে কাজ করে গেছেন।জনাব আবু হেনা  জীবদ্দশায় সমাজ, সংস্কৃতি, দেশ, ভাষা, শিক্ষা সকল ক্ষেত্রেই তার দায়িত্ব গভীর নৈতিক বোধ নিয়ে পালন করেছিলেন বলেই মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন বার বার।এই ক্ষনজন্মা মানুষটি ১৯৮৯ সালে মাত্র ৫৩ বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান অনন্ত যাত্রায়।তারই সূযোগ্য পূত্র বিশিষ্ট সঙ্গীতজ্ঞ জনাব সুজিত মোস্তফা তার ঐতিহ্য বহন করে আমাদের মোহিত করে যাচ্ছেন আজো।জনাব আবু হেনা মোস্তফা কামালের সৃষ্ট গানগুলো সুষ্টু ভাবে সংরক্ষন করে বর্তমান ও পরবর্তি প্রজন্মের কাছে তুলে ধরার দ্বায়িত্ব আমার আপনার সবার।

Share this post

scroll to top
error: Content is protected !!