DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বাংলাদেশের পোশাক শিল্পের বিভিন্ন ইস্যুতে সন্তুষ্ট নয় ইউরোপিও ইউনিয়ন

14490_f3বাংলাদেশের পোশাক কারখানার নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ শ্রম অধিকার রক্ষার কার্যক্রমে  ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ‘সন্তুষ্ট নয়’ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা। রোববার নারী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে পোশাককর্মীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পোশাককর্মীদের নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করে কেয়ার বাংলাদেশ। এ সময় বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
হানা বলেন, বাংলাদেশ পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নে যে সব কাজ করছে তাতে আগের অবস্থার কিছু পরিবর্তন হলেও যথেষ্ট নয়। আর এ কারণে ইউরোপীয় ইউনিয়ন এ জায়গাটিতে সন্তুষ্ট নয় বলেও জানান তিনি। তবে তিনি মনে করেন, বিদেশের বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা ও রপ্তানিতে বিশেষ কিছু সুবিধা পেতে এই খাতের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। তার মতে, যেভাবে এখন আগাচ্ছে সেটা অব্যাহত থাকতে হবে। এসব ক্ষেত্র বিশেষ নতুন কিছু পদক্ষেপও নিতে হবে।
ইউলিয়াম হানা বলেন, রানা প্লাজা ধসের পর এ খাতে কি অগ্রগতি হয়েছে সেটা বাংলাদেশকে আন্তর্জাতিক সমপ্রদায় ও গণমাধ্যমের মুখোমুখি হতে হবে। কারখানার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে ইউরোপীয় পার্লামেন্টের দুজন সদস্য আগামী সপ্তাহে ঢাকা আসবেন বলেও জানান হানা। ওই ঘটনার পর কারখানার নিরাপত্তা ও পোশাককর্মীদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি রূপরেখা দেয় ইইউসহ বেশ কয়েকটি দেশ। পোশাককর্মীদের নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনার মধ্যে বাংলাদেশী পণ্যের ওপর শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। এদিকে রানা প্লাজার ওই ঘটনায় প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণ দেয়া হয়েছে কি না সে বিষয়টি তার কাছে ‘স্পষ্ট নয়’ বলেও মন্তব্য করেন তিনি। ন্যূনতম বেতন বাড়ানো হলেও সব কারখানায় এখনও তা বাস্তবায়ন হয়নি বলে জানান তিনি। এজন্য তিনি মালিকদের এগিয়ে আসার আহ্বান জানান। শ্রমিকদের ইউনিয়ন করার বিষয়টি মেনে নিতে মালিকদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, বাংলাদেশের ৪০ লাখের বেশি পোশাককর্মীর মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী।

Share this post

scroll to top
error: Content is protected !!