DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

২৯ বছরের ইতিহাস পাল্টে দিল টাইগাররা

image_80274_0দারুন খেলেছে বাংলাদেশ আজ পাকিস্থানের বিরুদ্ধে।চমৎকার ক্রিকেট খেলে বীরের মতো খেলাশেষ করেছে টাইগাররা।ক্রিকেট রেকর্ড গড়া আর ভাঙার খেলা। তবে সেই রেকর্ড যদি হয় বিশ্বসেরা কোন দলের বিপক্ষে তবে তা বিশ্ব জয়ের চেয়ে কোন অংশে কম নয়। বিশ্বের অন্যতম ক্রিকেট পরাশক্তি পাকিস্তানের বিপক্ষে মঙ্গলবার ১২তম এশিয়া কাপে মাত্র ৩ উইকেটে ৩২৬ রান করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে টাইগাররা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড এটি তাদের। ১৯৮৬ সালে এশিয়া কাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু করে বাংলাদেশ। অর্থাৎ দেখতে দেখতে বাংলাদেশ একদিনের ক্রিকেটের বয়স ২৯ বছরে পা রেখেছে। এর মাঝে ২৮২টি একদিনের ক্রিকেট খেলেছে টাইগাররা। তবে ক্রিকেটে বড় কোন ট্রফি জিততে পারেনি। একটা সময় বাংলাদেশ ক্রিকেট দল ৫০ ওভারে ব্যাট করে ৩০০ রান করতে পারতো না। ২০০৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথমবার সাত উইকেটে ৩০০ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর এ ম্যাচ নিয়ে মোট ছয় বার ৩০০ বা ততোধিক রান সংগ্রহ করতে সক্ষম হয় টাইগাররা। পাঁচ বছর আগে ২০০৯ সালে বুলাওয়াতে জিম্বাবুয়ের বিপক্ষে আট উইকেটে ৩২০ রান ছিলো আগেকার সর্বোচ্চ সংগ্রহ টাইগারদের। মঙ্গলবার মিরপুরে উপস্থিত প্রায় ২০ হাজার দর্শক সাক্ষী ছিলো টাইগারদের আনন্দের দিনে। ম্যাচে ওপেনার আনামুল হক ১০০,ইমরুল কায়েস ৫৯,মুমিনুল হক ৫১,মুশফিকুর রহিম ৫১ ও সাকিব আল হাসান ১৬ বলে ৪৪ রান করেন। যা বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস। এর আগে কোন ম্যাচে বাংলাদেশ এমন ইনিংস খেলতে পারেনি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এ পযর্ন্ত মোট ছয় বার ৩০০ রান করতে পেরেছে । ২০০৮ সালে পাকিস্তানের লাহরে প্রথমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আট উইকেটে ৩০০ রান। ২০০৬ সালে বগুড়ায় কেনিয়ার বিপক্ষে সাত উইকেটে ৩০১ রান। ২০১৩ সালে ফতুল্লায় নিউজিল্যান্ডের বিপক্ষে ছয় উইকেটে ৩০৯ রান। ২০০৯ সালে বুলাওয়াতে জিম্বাবুয়ের বিপক্ষে দুইবার। ছয় উইকেটে ৩০১৩ এবং আট উইকেটে ৩২০ রান ছিলো ওয়ানডে ক্রিকেটে সর্বচ্চ রান।

Share this post

scroll to top
error: Content is protected !!