DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

এবার গাড়িতে প্রবেশ করল অ্যাপল আইওএস

প্রথমবারের মতো অ্যাপল'র মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস-এর মাধ্যমেই বিশ্ববাসী প্রথম সফল স্মার্টফোন বা ট্যাবলেট অপারেটিং সিস্টেমকে প্রত্যক্ষ করেছে। আইফোন ও আইপ্যাডের মতো ব্যাপকভাবে সফল স্মার্টফোন ও ট্যাবলেট পিসি এই অপারেটিং সিস্টেমেই চলে। আইপড টাচ ব্যবহারকারীরাও এই অপারেটিং সিস্টেমের সাথে সুপরিচিত। তবে এতদিন ধরে গুঞ্জন ছিল গাড়িতে অ্যাপল'র এই অপারেটিং সিস্টেম প্রবেশ করার। তবে এতদিন পর্যন্ত অ্যাপল'র পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। অবশেষে সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে 'আইওএস-ইন-দ্য-কার'-এর ঘোষণা এসেছে অ্যাপল'র কাছ থেকে। অ্যাপল'র আইওএসকে গাড়ির মধ্যে ব্যবহারের উপযোগী করে এর নাম দেওয়া হয়েছে 'কারপ্লে'। ইতোমধ্যেই বিভিন্ন গাড়ি নির্মাতাদের সাথে তাদের গাড়িতে কারপ্লে যুক্ত করা বিষয়ে চুক্তিও হয়েছে অ্যাপল'র। অ্যাপল জানিয়েছে, কারপ্লে মূলত একটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি একটি সলিউশন যা গাড়ি চালানোর অভিজ্ঞতাকেই বদলে দেবে। এটি থাকলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই গাড়িতে আইফোনের সব ফিচার উপভোগ করা যাবে। কারপ্লে ইন্টিগ্রেট করা আইফোনকে গাড়ির সাথে সংযুক্ত করলে গাড়িতে আইফোনের কন্টাক্ট বুক অ্যাকসেস করা, কল করা, ভয়েস মেইল শোনার কাজগুলো করা যাবে নির্বিঘ্নে। এ সময় আইফোনে কোনো ম্যাসেজ বা নোটিফিকেশন হাজির হলে সিরি সেটি ভয়েস কমান্ডের মাধ্যমে জানিয়ে দেয়। শুধু তাই নয়, চাইলে সিরি সেটি পড়েও দিতে পারে এবং তার প্রত্যুত্তরের অপশনগুলোও তুলে ধরবে ভয়েস কমান্ডের মাধ্যমেই। এ তো গেল কারপ্লে দিয়ে আইফোনের বিভিন্ন ফিচার ব্যবহারের কথা। এর বাইরে গাড়ি চালানোর সময় সঠিক নির্দেশনা পাওয়া থেকে শুরু করে নানা সুবিধা পাওয়া যাবে কারপ্লেতে। সাম্প্রতিক সময়ের ভ্রমণের তথ্য, মানচিত্র, বিভিন্ন রুটের তথ্য প্রভৃতি তথ্য বিশ্লেষণ করে কোনো স্থানে ভ্রমণ করার সময়ে নির্দেশনা পাওয়া যাবে কারপ্লেতে। এ ছাড়া পথের বিভিন্ন তথ্য, ট্রাফিকের অবস্থা, পৌঁছানোর আনুমানিক সময় প্রভৃতি তথ্যও পাওয়া যাবে। আবার গাড়ি চালানোর সময় প্রতিটি বাঁকের নির্দেশনা মিলবে সিরির কণ্ঠে, গাড়ির ডিসপ্লেতে পাওয়া যাবে মানচিত্রও। গান, পডকাস্ট, অডিওবুক, রেডিও প্রভৃতি সেবাও ব্যবহার করা যাবে। অ্যাপল জানিয়েছে, শুরুর দিকে ফেরারি, মার্সিডিজ বেঞ্জ, ভলভো'র মতো সব শীর্ষ গাড়ি নির্মাতা তাদের গাড়িতে বিল্ট-ইন হিসেবেই রাখবে কারপ্লে। নিকট ভবিষ্যতে বিএমডাব্লিউ, ফোর্ড, জেনারেল মটোরস, নিশান, সুজুকি, টয়োটা, হোন্ডাতেও মিলবে কারপ্লে'র দেখা। অ্যাপল আশা করছে আইফোন, আইপ্যাডের মতোই জনপ্রিয় হয়ে উঠবে কারপ্লে।

Share this post

scroll to top
error: Content is protected !!